দেশের নাম থেকে INDIA শব্দবন্ধটি মুছে দিয়ে শুধু ভারত রাখার তোড়জোড় শুরু করে দিয়েছে মোদী সরকার। জল্পনা তৈরি হয়েছে, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে যে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র, সেই অধিবেশনেই দেশের নাম সর্বজনীন ভাবে 'ভারত' রাখার প্রস্তাব আনা হতে পারে। সংবিধানে সংশোধনী এনে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নামটি প্রতিস্থাপন করা হবে।
মোদী সরকারের এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'ভারত তো আমরাও বলি। মনে নেই? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো... এতো নতুন করে কিছু করার নেই। কিন্তু ইন্ডিয়া নামটা সারা বিশ্ব চেনে। হঠাত্ এমন কী হল, আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে। কবে দেখবো, কবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলির সব নাম বদলে দিচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধ, তার নাম বদলে দিচ্ছে। ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।'
বস্তুত, G20 সামিটের পরে সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। মোদী সরকারের এই পদক্ষেপের জেরে গত এক সপ্তাহ ধরেই জাতীয় রাজনীতিতে উত্তাপ চড়ছে। বিশেষ অধিবেশনে কী হতে পারে, তা নিয়ে জল্পনার মধ্যেই আজ অর্থাত্ মঙ্গলবার আরও একটি বিষয় সামনে এল। তা হল, সংসদের বিশেষ অধিবেশনে দেশের নাম India বদলে ভারত (Bharat) রাখার প্রস্তাব দিতে পারে কেন্দ্র।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ জোটভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠক। ৯ তারিখ রাষ্ট্রপতি মুর্মু বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সমস্ত মুখ্যমন্ত্রীকে নৈশভোজে নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণপত্র গিয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’-এর তরফে।
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, বিজেপি-র রাজ্যসভা সাংসদ তথা দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের সম্পর্কিত যা কিছু রয়েছে, সব জায়গা থেকে ইন্ডিয়া নাম সরানোর দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ইন্ডিয়া শব্দবন্ধটির সঙ্গে ঔপনিবেশিক দাসত্ব জড়িয়ে রয়েছে। একাধিক সাংসদের বক্তব্য, সংবিধানে সংশোধনী এনে নাম বদল করা হোক।
RSS প্রধান মোহন ভাগবতের কথায়, 'আমাদের দেশ ভারতের নামে ইন্ডিয়া শব্দের প্রয়োগ বন্ধ করা হোক। সব জায়গায় ভারত নাম ব্যবহার শুরু হোক। তখনই পরিবর্তন সম্ভব। নিজের দেশকে ভারত নামে ডাকা শুরু হোক, অপরকেও বোঝানো হোক।'
সরকারি ভাবে দেশের নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। জি২০ শীর্ষ সম্মেলনের একটি আমন্ত্রণ পত্রের উদাহরণ টেনে তাঁর এই চাঞ্চল্যকর অভিযোগ। সঙ্গে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেও তোপ দেগেছেন। জয়রামের অভিযোগ,দেশের সংবিধানের ১ নং অনুচ্ছেদ হুমকির মুখে পড়েছে।