Coal India Rewards: পুজোয় খনি শ্রমিকদের জ্যাকপট, ১.০৩ লক্ষ টাকা 'রিওয়ার্ড' ঘোষণা

উৎসবের মরসুমে খুশির খবর পেলেন খনি শ্রমিকরা। আরও নির্দিষ্ট করে বললে কোল ইন্ডিয়ার নন-এক্সিকিউটিভ শ্রমিকরা। তাঁদের কাজকে সম্মান জানিয়ে সংস্থার পক্ষ থেকে ১ লক্ষ ৩ হাজার টাকার রিওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement
পুজোয় খনি শ্রমিকদের জ্যাকপট, ১.০৩ লক্ষ টাকা 'রিওয়ার্ড' ঘোষণা
হাইলাইটস
  • ১ লক্ষ ৩ হাজার টাকার রিওয়ার্ড দেওয়ার কথা
  • সংস্থার খরচ হতে পারে ২.১৫৩.৮২ কোটি টাকা
  • এটি পারফরমেন্স লিঙ্কড রিওয়ার্ড

উৎসবের মরসুমে খুশির খবর পেলেন খনি শ্রমিকরা। আরও নির্দিষ্ট করে বললে কোল ইন্ডিয়ার নন-এক্সিকিউটিভ শ্রমিকরা। তাঁদের কাজকে সম্মান জানিয়ে সংস্থার পক্ষ থেকে ১ লক্ষ ৩ হাজার টাকার রিওয়ার্ড (পড়তে পারেন ভালো কাজের পুরষ্কার) দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে সংস্থার খরচ হতে পারে ২.১৫৩.৮২ কোটি টাকা বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।

পারফরমেন্স বেসড রিওয়ার্ড
এখানে বলে রাখি, এটি কিন্তু পারফরমেন্স লিঙ্কড রিওয়ার্ড। অর্থাৎ ভাষায় বললে, কর্মীরা যেমন কাজ করেছেন, তার উপর নির্ভর করেই ঠিক করা হবে পুরস্কারের অঙ্ক। সেই দিক দিয়ে দেখতে গেলে সকলে একই অঙ্কের রিওয়ার্ড পাবেন না। কেউ পাবেন বেশি। কেউ কম।  

এক্ষেত্রে প্রত্যেক কর্মচারীর নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছিল সংস্থার পক্ষ থেকে। সেই গোল যে যতটা পূরণ করতে পেরেছেন, তিনি ততধিক রিওয়ার্ড পাবেন। অপরদিকে লক্ষ্যপূরণের দূরে থাকলে কমবে রিওয়ার্ড। এটাই হল সহজ হিসেব। এই হিসেবের উপর নির্ভর করেই কষা হচ্ছে অঙ্ক। 

কোল ইন্ডিয়া (ছবি: পিক্সাবে)

কারা পাবেন? 
কোল ইন্ডিয়া লিমিটেড বা সিআইএল-এর সমস্ত নন এক্সিকিউটিভ কর্মী, সিআইএল-এর সমস্ত অধীনস্ত সংস্থা (সাবসিডারি) এবং সিঙ্গারেনি কোলিয়ারি কম্পানি লিমিটেডের সমস্ত কর্মী এই রিওয়ার্ড পাবেন।

প্রসঙ্গত, এই পুরস্কার সিআইএল এবং তার সাবসিডারি সংস্থার ২.১ লক্ষ কর্মী পাবেন। এছাড়া এসসিসিএল-এর ৩৮ হাজার কর্মীও এর মাধ্যমে উপকৃত থাকবেন।

সংস্থার তরফে দাবি, রিওয়ার্ড দেওয়ার প্রক্রিয়া একদম স্বচ্ছ। এর মাধ্যমে উৎসবের সময় কর্মীদের কিছুটা টাকা তুলে দেওয়া যাবে। যার ফলে বাড়বে তাঁদের মনোবল। তাঁরা আরও বেশি করে কাজ করতে শুরু করবেন। এমনকী তাঁদের পরিবারাও শান্তিতে থাকতে পারবেন। 
  
কয়লামন্ত্রক একটি স্টেটমেন্ট জানিয়েছে, স্ট্যান্ডার্ডডাইজেশন কমিটি অব জয়েন্ট বাইপারটিট কমিটির ষষ্ঠ মিনিং এর পরই ইনসেনটনিভ দেওয়ার বিষয়টি ঠিক হয়েছে। তারপরই ঘোষণা করা হয় এই রিওয়ার্ডের অঙ্ক। 

আত্মনির্ভর ভারতের দিকে এক পা
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বোনাসের মাধ্যমে কর্মীদের চাঙ্গা রাখা, তাঁদের কাজের প্রতি দায়বদ্ধ করাই মূল লক্ষ্য। এতে বাড়বে প্রোডাকশন। যার ফলে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে যাবে দেশ। 

Advertisement

সুরক্ষাও জরুরি
তবে এরই মাঝে খনি শ্রমিকদের সুরক্ষার দাবিটিও সামনে এসেছে। তাঁরা যাতে সুরক্ষিত ভাবে খনিজে কাজ করতে পারে, এটা নিশ্চিত করতে হবে বলে দাবি করছেন অনেক শ্রমিক সংগঠন। এছাড়া দেশে যত অবৈধ খনি রয়েছে, সেগুলি বন্ধ করার কথাও বলা হয়েছে।


 

POST A COMMENT
Advertisement