scorecardresearch
 

Vehicle Number India: ব্যক্তিগত এবং বাণিজ্যিক সব গাড়ির এখন থেকে একই কোড, কীভাবে আলাদা করবেন?

Vehicle Number India: এতদিন পর্যন্ত রাজ্যে সমস্ত RTO অফিস থেকে প্রাইভেট এবং কমার্শিয়াল গাড়ি জন্য নম্বর প্লেটে ২ টি ডিজিট আলাদা আলাদা ইস্যু করা হতো। সেই সাথে কমার্শিয়াল এর জন্য হলুদ ও প্রাইভেট এর জন্য সাদা এবং বর্তমানে ইলেকট্রিকের জন্য সবুজ রঙের নম্বর প্লেট দেওয়া হত।

Advertisement
ব্যক্তিগত এবং বাণিজ্যিক সব গাড়ির এখন থেকে একই কোড, কীভাবে আলাদা করবেন? ব্যক্তিগত এবং বাণিজ্যিক সব গাড়ির এখন থেকে একই কোড, কীভাবে আলাদা করবেন?

Vehicle Number India: গোটা রাজ্যেই বদলে যাবে এবার গাড়ির নম্বর। এক শহরের জন্য থাকবে একটিমাত্র নম্বর। সেই নম্বর দিয়ে চেনা যাবে গাড়িটি কোন জেলার। রাজ্য পরিবহণ দফতরের নয়া নির্দেশিকা মিলতেই শুরু হয়েছে নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

এতদিন পর্যন্ত রাজ্যে সমস্ত RTO অফিস থেকে প্রাইভেট এবং কমার্শিয়াল গাড়ি জন্য নম্বর প্লেটে ২ টি ডিজিট আলাদা আলাদা ইস্যু করা হতো। সেই সাথে কমার্শিয়াল এর জন্য হলুদ ও প্রাইভেট এর জন্য সাদা এবং বর্তমানে ইলেকট্রিকের জন্য সবুজ রঙের নম্বর প্লেট দেওয়া হত। এই নাম্বার প্লেটের প্রথম দুটো ডিজিট ডিজিট রাজ্য পরের দুটো মূলত জেলার ওই জেলার RTO কোড দেওয়া হত। এই ক্ষেত্রে প্রাইভেট এর জন্য আলাদা এবং কমার্শিয়াল এর জন্য আলাদা ডিজিট থাকত। কিন্তু এখন থেকে তা বদলে যাবে। এবার থেকে রাজ্যের যেকোনো RTO অফিসে গাড়ির রেজিস্ট্রেশন হলে সেক্ষেত্রে প্রাইভেট এবং কমার্শিয়াল গাড়ির জন্য কোনও আলাদা ডিজিট থাকবে না।

ধরুন আগে শিলিগুড়ির প্রাইভেট গাড়ির নাম্বার শুরু হতো WB 74 এবং কমার্শিয়াল গাড়ির নাম্বার থাকতো WB 73। এর মধ্যে WB রাজ্যের নাম এবং 73 ও 74 ছিল শিলিগুড়ির RTO কোড। এখানেই সিদ্ধান্ত বদল এনেছে রাজ্য সরকার। এবার শিলিগুড়িতে যে সমস্ত নতুন গাড়ি গুলি রেজিস্ট্রেশন হবে সেক্ষেত্রে শুধুমাত্র 73 নাম্বারে রেজিস্ট্রেশন হবে। কমার্শিয়াল এবং প্রাইভেট দুক্ষেত্রেই এই একটি RTO কোড থাকবে। রাজ্য সরকারের পরিবহণ দফতরের তরফে এই নির্দেশিকা জারি হতেই গোটা রাজ্যজুড়ে এই নতুন নম্বরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

পরিবহণ দপ্তর (Transport Department)  জানিয়েছে, এবার থেকে যানবাহন ঘিরে কোনও অপরাধমূলক কাজকর্ম হলে সেই গাড়িকে খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলছেন, ‘এটা কেন্দ্রীয় প্রকল্প। দেশজুড়েই চালু হচ্ছে।’

Advertisement

রাজ্য পরিবহণ দপ্তরের অধীনে জেলাগুলিতে আঞ্চলিক পরিবহণ এবং অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ মিলিয়ে মোট ৫৬টি অফিস রয়েছে। উত্তরবঙ্গের আট জেলায় একটি করে আঞ্চলিক পরিবহণ দপ্তরের অফিস এবং মাথাভাঙ্গা, শিলিগুড়ি, ইসলামপুর এবং চাঁচলে অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ দপ্তরের অফিস রয়েছে। প্রতিটি অফিস থেকেই যানবাহনের দুটি করে নম্বরের রেজিস্ট্রেশন দেওয়া হয়। একটি বাণিজ্যিক এবং একটি ব্যক্তিগত। বাণিজ্যিক নম্বরের সিরিজ আলাদা এবং নম্বর প্লেট হলুদ রংয়ের। ব্যক্তিগত গাড়ির নম্বর সিরিজ আলাদা এবং নম্বর প্লেটের রংও সাদা। এছাড়াও ব্যাটারিচালিত যানবাহনের নম্বর প্লেট সবুজ রংয়ের হয়।
 

 

Advertisement