scorecardresearch
 

Rahul Gandhi: 'রাহুল দয়া করে আমাদের কেন্দ্র ছাড়বেন না, প্রিয়াঙ্কাকে...', ওয়েনাড়ে সমর্থকদের পোস্টারে জল্পনা

লোকসভা নির্বাচনে ওয়েনাড় আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, রায়বেরেলি আসনেও জয়ের পতাকা তোলেন তিনি। তবে দুটি আসনের সাংসদ একজন থাকতে পারেন না। যে কারণে একটি আসন তাঁকে ছাড়তে হবে। এই নিয়েই জল্পনা চলছে ওয়েনাড় ও রায়বেরেলির মধ্যে কোন আসনটি ছাড়বেন রাহুল? 

Advertisement
রাহুল গান্ধী রাহুল গান্ধী

লোকসভা নির্বাচনে ওয়েনাড় আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, রায়বেরেলি আসনেও জয়ের পতাকা তোলেন তিনি। তবে দুটি আসনের সাংসদ একজন থাকতে পারেন না। যে কারণে একটি আসন তাঁকে ছাড়তে হবে। এই নিয়েই জল্পনা চলছে ওয়েনাড় ও রায়বেরেলির মধ্যে কোন আসনটি ছাড়বেন রাহুল? 

এদিকে কেরালার কংগ্রেস সভাপতি কে সুধাকরণ ইঙ্গিত দিয়েছেন রাহুল ওয়েনাড় ছাড়তে পারেন। রাহুল গান্ধী তার সমর্থকদের ধন্যবাদ জানাতে ওয়েনাড়ে একটি সমাবেশ করেছেন। সেখানেই সুধাকরণ এই ইঙ্গিত দেন।

সুধাকরণ বলেন, আমাদের দুঃখ করা উচিত নয় কারণ রাহুল গান্ধী, যিনি দেশের নেতৃত্ব দেবেন, তিনি ওয়েনাড়ে থাকবেন বলে আশা করা যায় না। তিনি আরও বলেন, "সকলের উচিত এটি বোঝা এবং তাদের শুভেচ্ছা ও সমর্থন করা।"

আরও পড়ুন

রাহুল গান্ধীর ওয়েনাড় আসন ছেড়ে দেওয়ার জল্পনার মধ্যে, ওয়েনাড়ের কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীর সমর্থনে পোস্টার লাগান। সেই সঙ্গে আবেদন করে বলেন, দয়া করে আমাদের ছেড়ে যাবেন না, যদি একান্তই যেতে হয় তাহলে বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আমাদের দেখতে বলুন...।” 

এদিকে রাহুল কেরালার মালাপ্পুরমে বলেছেন,  একটি আসন বেছে নেওয়া এবং অন্যটি ছেড়ে দেওয়া নিয়ে তিনি দ্বিধায় রয়েছেন। তবে, এও আশ্বস্ত করেছেন যে উভয় নির্বাচনী এলাকার মানুষ তাঁর সিদ্ধান্তে খুশি হবেন। মালাপ্পুরমে একটি সমাবেশে ভাষণ দিয়ে রাহুল গান্ধী ওয়ানাডের ভোটারদের ধন্যবাদ জানান। রাহুল বলেন, 'আমি শীঘ্রই দেখা করার অপেক্ষায় আছি।'

রাহুল আরও বলেন, আমি ওয়েনাড় বা রায়বেরেলির সাংসদ হব কিনা তা নিয়ে দ্বিধায় আছি। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে ওয়ানাড় এবং রায়বেরেলি উভয়েই আমার সিদ্ধান্তে খুশি হবে। নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। নরেন্দ্র মোদীর 'ভগবান' তাঁকে সব সিদ্ধান্ত আম্বানি ও আদানির পক্ষে নিতে বলেন। বলেন, "আমার ঈশ্বর ভারতের দরিদ্র মানুষ, আমার ঈশ্বর ওয়েনাড়ের মানুষ। তাই এটা আমার জন্য সহজ। আমি শুধু সঙ্গে কথা বলি, আর আমার ঈশ্বর আমাকে বলেন কী করতে হবে।"

Advertisement

কংগ্রেস নেতা আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লড়াই ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য এবং সেই লড়াইয়ে, ভালবাসা এবং স্নেহ, বিনয়ের দ্বারা ঘৃণা পরাজিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে এখন তার মনোভাব বদলাতে হবে, কারণ ভারতের জনগণ তাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

Advertisement