পুঞ্চে ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীরজম্মু ও কাশ্মীরের পুঞ্চে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাকিস্তানের গুলি, মর্টার, শেল হামলায় সীমান্তের এই এলাকাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। শনিবার পুঞ্চের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছন লোকসভার বিরোধী দলনেতা। এলাকার কচি কাঁচাদের সঙ্গেও কথা বলেন।
শনিবার সকালে জম্মু বিমানবন্দরে পৌঁছন রাহুল। এরপর সেখান থেকে হেলিকপ্টারে পুঞ্চে পৌঁছন। যেখানে সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের মনোবল বাড়ান। জম্মু ও কাশ্মীর কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কাররাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পুঞ্চের একটি স্কুল ঘুরে দেখেন। ছাত্রছাত্রীদের বলেন, 'সবে সবে তোমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু চিন্তা কোরো না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সমস্যার মোকাবিলা করার উপায় হল প্রচুর পড়াশোনা করা, প্রচুর খেলা এবং স্কুলে প্রচুর বন্ধু তৈরি করা।' এও বলেন, 'সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুঞ্চে।'
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁও নৃশংস সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে পাল্টা অপারেশন সিঁদুর চালায় ভারত। ভারত-পাক সংঘর্ষের মাঝে পড়ে ক্ষতিগ্রস্ত হয় পুঞ্চ সহ সীমান্তের এলাকাগুলি। এর আগে রাহুল গান্ধী ২৫ এপ্রিল শ্রীনগরে গিয়ে সন্ত্রাসবাদী হামলায় আহতদের সঙ্গে দেখা করেছিলেন। জম্মু ও কাশ্মীরের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং আরও অনেকের সঙ্গেও দেখা করেছিলেন।