আগামী ১১ অগাস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে বিরোধীদের। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় INDIA জোটের বৈঠক ডাকা হয়েছে। বিরোধী জোটের সদস্যদের নিজের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই নৈশভোজ বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত থাকছেন লোকসভায় পার্টির দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এদিনের হাইভোল্টেজ বৈঠকের আগে সাংবাদিক সম্মেলন করে বিজেপি শিবিরের দিকে বড় অভিযোগ তুললেন রাহুল।
বিহার নির্বাচনের ঠিক আগে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেন কংগ্রেস সাংসদ। রাহুলের বক্তব্য , আগে কোনও ইলেকট্রনিক মেশিন ছিল না, তবুও সারা দেশে একদিনে নির্বাচন হত, কিন্তু এখন তা হয় না। লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংবাদিক সম্মেলনে বলেন, 'আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল না, তবুও পুরো দেশ এক দিনে ভোট দিত। এখন ভোট মাসের পর মাস চলে। কেন আলাদা আলাদা দিনে ভোট দেওয়া হয়?' রাহুল বলেন, 'গণতন্ত্রে প্রতিটি দলকেই সরকারের বিরোধিতার মুখোমুখি হতে হয়, কিন্তু আমি জানি না কেন এটি বিজেপিকে প্রভাবিত করে না এবং এটিই একমাত্র দল।'
নির্বাচন কমিশনের উপর প্রশ্ন তুলেছেন রাহুল
তিনি নির্বাচন কমিশনের উপরও প্রশ্ন তুলেছেন। রাহুল বলেন, 'এক্সিট পোল, ওপেনিয়ান পোল অন্য কিছু দেখায়, যেমনটি হরিয়ানা এবং মধ্যপ্রদেশের নির্বাচনে দেখা গিয়েছিল, তারপর হঠাৎ করে ফলাফল অন্য কিছুতে পরিণত হয়। এতে বিশাল পার্থক্য দেখা গেছে। আমাদের সার্ভেও খুব শক্তিশালী, তবে এর ফলাফলও ভিন্ন দেখায়। সার্ভেতে যা দেখা যায়, ফলাফল তার বিপরীতে বেরিয়ে আসে।'
মহারাষ্ট্র নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন রাহুব
ভোটার লিস্ট ভেরিফিকেশনে অনিয়ম নিয়েও নির্বাচন কমিশনের উপর আবারও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। এই সময় তিনি মহারাষ্ট্র ও কর্ণাটকের ভোটার তালিকা দেখিয়ে অভিযোগ করেন যে এই দুই রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে। রাহুল গান্ধী বলেন যে সংবিধানের ভিত্তি হল ভোট। এমন পরিস্থিতিতে আমাদের ভাবতে হবে যে সঠিক ব্যক্তিদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে কিনা? ভোটার তালিকায় কি ভুয়ো ভোটার যোগ করা হয়েছিল? মহারাষ্ট্রের নির্বাচন চুরি করা হয়েছিল। আমরা মহারাষ্ট্রে নির্বাচনে হেরেছি। মহারাষ্ট্রে ৪০ লক্ষ ভোটার রহস্যজনক। পাঁচ মাসে এখানে অনেক ভোটার যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সম্পর্কে উত্তর দেওয়া উচিত। তাদের বলা উচিত ভোটার তালিকা সঠিক নাকি ভুল?
কংগ্রেস সাংসদ আরও বলেন, নির্বাচন কমিশন কেন ইলেকট্রনিক ডেটা দেয় না? আমরা বারবার কমিশনের কাছে তথ্য চেয়েছি কিন্তু তা আমাদের দেওয়া হয়নি। নির্বাচন কমিশন এমনকি আমাদের উত্তর দিতেও অস্বীকৃতি জানিয়েছে। রাহুলের বক্তব্য, দেশে জাল ভোটদানের ঘটনা ঘটছে। এই চুরি ধরতে আমাদের অনেক সময় লেগেছে। এই ভোটার তালিকায় অনেকের বাবার নামের আগে কিছু লেখা আছে। ভোটার তালিকায় অনেক বাড়ির ঠিকানা শূন্য। নকল ভোটারের সংখ্যা অনেক বেশি। তিনবার ভোটদানকারী ১১ হাজার সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। এই লোকেরা কোথা থেকে আসছেন? একই ঠিকানায় ৪৬ জন ভোটার রয়েছেন। এটি নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে একটি যোগসাজশ।