গত লোকসভা নির্বাচনে ভোটে বিরাট কারচুপির অভিযোগ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। ১৫-২০টা সিট এদিক-ওদিক হলে আর প্রধানমন্ত্রী হতে পারতেন না মোদী, বিস্ফোরক দাবি রাহুলের। জানান, এ সংক্রান্ত প্রমাণও রয়েছে কংগ্রেস দলের কাছে। কিছুদিনের মধ্যেই তা প্রমাণ করে দেবেন।
নির্বাচন কমিশন আর স্বাধীনভাবে কাজ করছে না, তিনি এই অভিযোগও করেন। শনিবার কংগ্রেসের আইনি সম্মেলন অনুষ্ঠানে কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন।
এদিন ভোট কারচুপি নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, "তাঁর দলের কাছে এই সংক্রান্ত সব প্রমাণ ও নথি রয়েছে। যদি ১৫-২০টি আসন কমত, তাহলে আর মোদী প্রধানমন্ত্রী হতেন না।" কংগ্রেস নেতা আরও দাবি করেছেন যে ক্ষমতাসীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এই কথিত জালিয়াতির উপর নির্ভরশীল।
#WATCH | Delhi: At the Annual Legal Conclave- 2025, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "We are going to prove to you in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged..."
— ANI (@ANI) August 2, 2025
He also says, "The truth is that the election system in India is… pic.twitter.com/F9Vfsf5uH1
তাঁর দাবি, একটি লোকসভা কেন্দ্রে দল ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছে। তাতে ৬.৫ লক্ষ ভোটারের মধ্যে ১.৫ লক্ষ ভুয়ো।
লোকসভার বিরোধী দলনেতা বলেন, 'আমার কাছে অবাক করার মতো বিষয় কংগ্রেস রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাতে একটিও আসন পায়নি। লোকজন বলত, প্রমাণ কোথায়? তারপর, মহারাষ্ট্রে কিছু একটা ঘটে গেল। লোকসভা নির্বাচনে জিতেছিলাম। তারপর চার মাস পরে, হেরে যাইনি, সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলাম। তিনটি শক্তিশালী দল হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল।'
তাঁর আরও বক্তব্য, নির্বাচন কমিশন ভোটার তালিকার ডিজিটাল কপি সরবরাহ করে না। এই নথিগুলি স্ক্যান করা যায় না। নির্বাচন কমিশন কেন এমন কপি দেবে যা স্ক্যান করা যাবে না? লোকসভা কেন্দ্রে, আমরা ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছি ৬.৫ লক্ষ ভোটারের মধ্যে ১.৫ লক্ষ ভোটার ভুয়ো।