বৃহস্পতিবার লোকসভায় ২ ঘণ্টা ১৩ মিনিট ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে মণিপুর নিয়ে মাত্র ২ মিনিট সময় দিয়েছেন। মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে এভাবেই আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়,'এই ২ মিনিটের মধ্যেও মণিপুর নিয়ে রসিকতা করে কথা বলেছিলেন। যা ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে একেবারেই শোভনীয় নয়।'
রাহুল বলেন,'২ ঘণ্টা ১৩ মিনিট ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। একদম শেষে মাত্র ২ মিনিট মণিপুর নিয়ে কথা বলেছেন। মাসখানেক ধরে জ্বলছে মণিপুর। মানুষ মারা যাচ্ছে। ধর্ষণের ঘটনা ঘটছে। দেখবেন, প্রধানমন্ত্রী রসিকতা করে বলেছিলেন। এটা তাঁকে শোভা দেয় না। দেশে কোথাও দুর্দশা চললে ভারতের প্রধানমন্ত্রীর ২ ঘণ্টা ধরে উপহাস করা উচিত ছিল না। ইস্যু কংগ্রেস ছিল না। ইস্যু মণিপুর। সেখানে কেন পরিস্থিতি আয়ত্তে আনা যাচ্ছে না, এটাই আলোচনার বিষয়।'
সেনাবাহিনীকে হিংসা দমনে কাজে লাগানো হচ্ছে না বলেও অভিযোগ করেন রাহুল। তিনি বলেন,'চাইলে ২ দিনের মধ্যেই মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু প্রধানমন্ত্রী আগুন নেভাতে রাজি হননি। তিনি মণিপুরকে পুড়িয়ে ফেলতে চান।'
রাহুল জানান,'আমি যখন মণিপুরের কুকি অঞ্চলে গিয়েছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে আপনার সুরক্ষায় কোনও মেইতেই থাকবে না। নইলে আমরা তাঁকে হত্যা করব। মেইতেই এলাকায় যখন যাই তখন বলা হয়, কোনও কুকি আপনার সঙ্গে থাকবে না, নইলে মেরে দেব। আমি ১৯ বছর ধরে রাজনীতি করছি। মণিপুরে যা দেখেছি তা আমার পুরো রাজনৈতিক কেরিয়ারে দেখিনি। মণিপুর দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে।'