
সোমবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) প্রতিবাদী প্রার্থীদের উপর পুলিশের বলপ্রয়োগের নিন্দা করেন। তিনি এটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। অভিযোগ করেছেন যে মোদী সরকার দেশের যুবসমাজের জন্য উদ্বিগ্ন নয় কারণ তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও বলপ্রয়োগের নিন্দা করেছেন। খাড়গে দাবি করেছেন যে দেশের যুবসমাজের ভবিষ্যৎ চুরি করা মোদী সরকারের অভ্যাসে পরিণত হয়েছে।
এদিকে ভোটচুরি নিয়ে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি গ্রাফিক্স কার্ড-সহ এক্স হ্যান্ডেল পোস্ট করেন। সেখানে তিনি বলেন,'কংগ্রেস কাঁদছে ভোটচুরি নিয়ে, কিন্তু ২০২৪ সালে শতাংশের হারে গত ৩৪ বছরে সব থেকে বেশি ভোট পেয়েছে কংগ্রেস। মনে হচ্ছে রাহুল গান্ধীকে একথা কেউ জানাননি।' সঙ্গের গ্রাফিক্স কার্ডে অমিত মালব্য নেতা দাবি করেছেন, ১৯৮৯ সালে নির্বাচনে ৩৯.৫৩ শতাংশ ভোট পেয়েছিল জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর দল, সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪১.৩৩ শতাংশ ভোট পেয়েছে হাত শিবির।
২০২৪ সালের নির্বাচনে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে কংগ্রেস। মালব্যের যুক্তির প্রতিধ্বনি করে বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেশবনও রাহুল গান্ধীকে প্রশ্ন করেছেন। তিনি ট্যুইট করেছেন, 'রাহুল গান্ধী সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কলঙ্কিত করার জন্য অভিযানে নেমেছেন, তাই ভোট চুরি করার অপবাদ দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী কি ব্যাখ্যা করতে পারবেন কেন কংগ্রেস দলের ভোটের ভাগ একই রয়ে গেছে অথবা বেড়েছে? আশা করি রাহুল গান্ধী হলফনামার মতো এই প্রশ্নটিকে এড়িয়ে যাবেন না। '
Rahul Gandhi is a serial liar. He lies consecutively, consciously to create distrust in the mind of Indian voter against Indian state. https://t.co/89RHz7SQtN pic.twitter.com/Gz7qkhdqwd
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) August 25, 2025
আরেক বিজেপি নেতা প্রদীপ ভান্ডারিও কংগ্রেসের ভোটের হার বৃদ্ধির কথা উল্লেখ করে যুক্তি দেন যে রাহুল গান্ধীর 'ভোট চোরি'র অভিযোগ ভিত্তিহীন। যদি 'ভোট চোরি' ঘটে থাকে, তাহলে ১৯৮৯ সাল থেকে কংগ্রেস এবং তার মিত্রদের ভোটের হার ৩৯% থেকে ৪১% কীভাবে বেড়েছে' তিনি জিজ্ঞাসা করেছেন।
প্রসঙ্গত, গত ৭ অগাস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ করেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন, মোট ছ’রকম ভাবে ভোটচুরি হচ্ছে। এমনকী ২০২৪ লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোটচুরি করে জিতেছে বলে দাবি করেন কংগ্রেস নেতা। গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হচ্ছেন রাহুল। এমনকী ভোটমুখী বিহারে রবিবার থেকে ‘ভোট অধিকার যাত্রা’ও শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা। এবার এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি শিবির।