Savarkar College Inauguration Row:মনমোহন না সাভারকর? নতুন কলেজের নামকরণ ঘিরে জোর তর্জা

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নতুন কলেজের নাম বীর সাভারকরের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতর। সাভারকর নয়, সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে করা হোক ওই কলেজ, এই দাবিতে সরব কংগ্রেস। পাল্টা বিজেপির কটাক্ষ, 'মহান ব্যক্তিদের অপমান করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে।' শুক্রবার ওই নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাজধানীতে কংগ্রেস বনাম বিজেপি বাগযুদ্ধ তুঙ্গে। 

Advertisement
মনমোহন না সাভারকর? নতুন কলেজের নামকরণ ঘিরে জোর তর্জাফাইল চিত্র।
হাইলাইটস
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের নতুন কলেজের নাম বীর সাভারকরের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতর।
  • মনমোহন সিংয়ের নামে করা হোক ওই কলেজ, এই দাবিতে সরব কংগ্রেস।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নতুন কলেজের নাম বীর সাভারকরের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতর। সাভারকর নয়, সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে করা হোক ওই কলেজ, এই দাবিতে সরব কংগ্রেস। পাল্টা বিজেপির কটাক্ষ, 'মহান ব্যক্তিদের অপমান করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে।' শুক্রবার ওই নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাজধানীতে কংগ্রেস বনাম বিজেপি বাগযুদ্ধ তুঙ্গে। 

সাভারকরের পরিবর্তনে যাতে ওই কলেজের নাম মনমোহনের নামে করা হয়, সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা NSUI। শিক্ষাক্ষেত্রে মনমোহনের কী অবদান ছিল, তা তুলে ধরা হয়েছে চিঠিতে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আইআইটি, আইআইএম, এমসের মতো একাধিক প্রতিষ্ঠান মনমোহন তৈরি করেছেন। তাই তাঁর নামে শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাখলে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে। কংগ্রেস সাংসদ সুখজিন্দর রনধাওয়া বলেছেন, 'প্রধানমন্ত্রীর পর্যালোচনা করা উচিত। ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। এরকম একজনের নামে কীভাবে কলেজের নাম রাখা হতে পারে।' 

পাল্টা সরব হয়েছে বিজেপি। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেছেন, 'শুধুমাত্র কংগ্রেসই জানে কোন নেতাদের শ্রদ্ধা জানানো হবে! বীর সাভারকর একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয় যদি তার কলেজের নাম ওঁর সম্মানে রাখেন, তাকে আমরা সাধুবাদ জানাই।'

দিল্লির নজফগড়ে বীর সাভারকর কলেজ তৈরি করা হবে। এজন্য খরচ হবে ১৪০ কোটি টাকা। 

POST A COMMENT
Advertisement