কানাডায় ৮ মার্চ পর্যন্ত লকডাউন এবং স্টে হোমের ঘোষণা করোনা মোকাবিলা করতে।
আজ করোনা ভ্যাকসিন প্লান্ট পরিদর্শনে যাচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। মার্কনি যুক্তরাষ্ট্র জুড়ে প্রবল ঠাণ্ডা। সেই কারণে নতুন করে করোনা ওয়েভের সম্ভাবনা।
গত ৩৪ দিনে এক কোটিরও বেশি টিকাকরণ হয়েছে ভারতে। পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে দেশ।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭,৮২৯, মৃত্যু হয়েছে ৮৫৭ জনের।
পতঞ্জলি দাবি করেছে নতুন এই ওষুধ প্রমাণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। যার উদ্বোধন রামদেবের সঙ্গে হাজির ছিলেন দুই কেন্দ্রীয়মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন এবংনীতিন গড়করি। তাদের আবিষ্কৃত করোনার এই নতুন ওষুধের নামও করোনিল রেখেছে পতঞ্জলি। তাদের দাবি করোনিল ট্যাবলেটগুলি এখন কোভিডকে নিরাময় করবে।
শুক্রবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৮ শতাংশ।
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৪ জন।
মহারাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,১১২ জন।