Advertisement

Coronavirus Updates: ভ্যাকসিন প্লান্ট পরিদর্শনে বাইডেন, কানাডায় নতুন করে লকডাউন

Aajtak Bangla | কলকাতা | 20 Feb 2021, 4:35 PM IST

মাঝখানে দেশের সর্বত্র কমতে শুরু করেছিল সংক্রমণ, কিন্তু পরিস্থিতি আবার উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৬,১১২ জন। মৃত্যু হয়েছএ ৪৪ জনের। তবে গত ২৪ ঘণ্টায় মারাঠা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২,১৫৯ জন। শুক্রবার বাংলাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে, যা গত ৮ দিনের ভিতরে সর্বোচ্চ।

বাইডেনবাইডেন
8:15 AM(4 years ago)

আজ মার্কিন মুলুকের করোনা ভ্যাকসিন প্লান্ট ঘুরে দেখবেন প্রেসিডেন্ট জো বাইডেন

Posted by :- sumana
7:57 AM(4 years ago)

কানাডায় নতুন করে লকডাউন

Posted by :- sumana

কানাডায় ৮ মার্চ পর্যন্ত লকডাউন এবং স্টে হোমের ঘোষণা করোনা মোকাবিলা করতে।

 

7:56 AM(4 years ago)

ভ্যাকসিন প্লান্টে মার্কিন প্রেসিডেন্ট

Posted by :- sumana

আজ করোনা ভ্যাকসিন প্লান্ট পরিদর্শনে যাচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। মার্কনি যুক্তরাষ্ট্র জুড়ে প্রবল ঠাণ্ডা। সেই কারণে নতুন করে করোনা ওয়েভের সম্ভাবনা। 

 

7:49 AM(4 years ago)

আমেরিকার পরেই ভারত

Posted by :- sumana

গত ৩৪ দিনে এক কোটিরও বেশি টিকাকরণ হয়েছে ভারতে। পরিসংখ্যানে  যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে দেশ। 

 

Advertisement
7:47 AM(4 years ago)

মেক্সিকোতেও বাড়ছে সংক্রমণ

Posted by :- sumana

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭,৮২৯, মৃত্যু হয়েছে ৮৫৭ জনের।

 

 

7:27 AM(4 years ago)

আবার করোনার ওষুধ আনলেন রামদেব

Posted by :- sumana

পতঞ্জলি দাবি করেছে নতুন এই ওষুধ প্রমাণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। যার উদ্বোধন রামদেবের সঙ্গে হাজির ছিলেন দুই কেন্দ্রীয়মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন এবংনীতিন গড়করি। তাদের আবিষ্কৃত করোনার এই নতুন ওষুধের নামও করোনিল রেখেছে পতঞ্জলি। তাদের দাবি করোনিল ট্যাবলেটগুলি এখন কোভিডকে নিরাময় করবে।

7:24 AM(4 years ago)

তবে স্বস্তি সংক্রমণের হারে

Posted by :- sumana

 

শুক্রবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৮ শতাংশ।

7:23 AM(4 years ago)

বাংলাতেও বাংলা দৈনিক আক্রান্ত

Posted by :- sumana

রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। 

7:20 AM(4 years ago)

ফের চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র

Posted by :- sumana

মহারাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত  ৬,১১২ জন।

Advertisement