scorecardresearch
 

CORONA:দেশে সুস্থতার হার ৯৫ শতাংশ ছাড়াল, কমল মৃত্যুও

দ্বিতীয় ঢেউ সামলে উঠেছে গোটা দেশ। অন্তত গত কয়েকদিনের করোনা চিত্র দেখে এমনটাই মনে হচ্ছে। মঙ্গলবার ৬০,৪৭১ ছিল দৈনিক আক্রান্ত। বুধবার সংখ্যাটা সামান্য বাড়লেও উদ্বেগের কিছু নেই। বরং গত একমাস ধরে দেশে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতা বেড়েছে।

Advertisement
টানা ৭০ দিন পর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লাখের নীচে টানা ৭০ দিন পর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লাখের নীচে
হাইলাইটস
  • দ্বিতীয় ঢেউ সামলে উঠেছে দেশ
  • ভারতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৮০ শতাংশ
  • টানা ৭০ দিন পর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লাখের নীচে

দ্বিতীয় ঢেউ সামলে উঠেছে গোটা দেশ। অন্তত গত কয়েকদিনের করোনা চিত্র দেখে এমনটাই মনে হচ্ছে। মঙ্গলবার ৬০,৪৭১ ছিল দৈনিক আক্রান্ত। বুধবার সংখ্যাটা সামান্য বাড়লেও উদ্বেগের কিছু নেই। বরং গত একমাস ধরে দেশে  দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতা বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,২২৪ জন। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫ জন।

বুধবার করোনা প্রাণ কেড়েছিল ২৭২৬ জনের। বৃহস্পতিবার সেই সংখ্যাটা আরও কিছুটা নেমেছে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ২,৫৪২ জনের। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে মঙ্গলবার দেশে করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। ফলে ৭০ দিন পর দেশে সক্রিয়া করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষের নীচে নেমেছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২। আর দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৮০ শতাংশ। দেশএ দৈনিক পজিটিভিট রেট রয়েছে ৩.২২ শতাংশ। টানা ৯ দিন ধরে তা ৫ শতাংশের নীচে রয়েছে, যা ভাল লক্ষণ বলেই মনে করা হচ্ছে।

দেশে করোনা সংক্রমণে এখন এক নম্বরে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১২,২৪৬। এরপরেই রয়েছে দক্ষিণের আরেক রাজ্য তামিলনাড়ু। দৈনিক আক্রান্ত ১১,৮০৫। তিন নম্বরে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা রাজ্যে দৈনিক সংক্রমণ ৭,৬৫২। তারপরে অন্ধ্রপ্রদেশএ দৈনিক আক্রান্ত ৫,৭৪১। কর্ণাটক রয়েছে ৫ নম্বরে। দৈনিক সংক্রমণ ৫,০৪১। দেশে মোচ করোনা সংক্রমণের ৬৮,২৮ শতাংশ এই ৫ রাজ্যেই। এরমধ্যে কেবল কেরলেই সংখ্যাটা ১৯.৬৮ শতাংশ। 

Advertisement

এদিকে দেশে এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ জনের। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২১ কোটি ২৬ লক্ষ ৮১ হাজার ৯২১ জন। আর দুটি ডোজই পেয়ে গিয়েছেন ৪ কোটি ৯২ লক্ষ ৯০ হাজার ৯৩ জন। 

 

Advertisement