Cough Syrup: উজবেকিস্তানে ভারতীয় কাফ সিরাপ খেয়ে শিশুমৃত্যু? জবাব দিল কেন্দ্র

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, উজবেকিস্তান সরকার এই ঘটনার সঙ্গে ভারতে তৈরি কাশির সিরাপের কোনও সম্পর্ক আছে কিনা তা, খতিয়ে দেখছে। কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে।

Advertisement
উজবেকিস্তানে ভারতীয় কাফ সিরাপ খেয়ে শিশুমৃত্যু? জবাব দিল কেন্দ্রকাশির সিরাপ
হাইলাইটস
  • বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর বিষয়ে বিবৃতি দিয়েছেন।
  • তিনি বলেন, উজবেকিস্তান সরকার এই ঘটনার সঙ্গে ভারতে তৈরি কাশির সিরাপের কোনও সম্পর্ক আছে কিনা তা, খতিয়ে দেখছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, উজবেকিস্তান সরকার এই ঘটনার সঙ্গে ভারতে তৈরি কাশির সিরাপের কোনও সম্পর্ক আছে কিনা তা, খতিয়ে দেখছে। কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে।
ভারত প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করছে। একইসঙ্গে ভারতের স্বাস্থ্য মন্ত্রকও এই বিষয়টি খতিয়ে দেখছে এবং নয়ডায় কোম্পানির প্ল্যান্টটি নিয়ে তদন্ত করা হচ্ছে। 

সাংবাদিক সম্মেলনে অরিন্দম বাগচীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, উজবেকিস্তানের কাশির সিরাপ কাণ্ড বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে। ভারতীয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ সারা বিশ্বে  নির্ভরযোগ্য । বাগচি বলেন,ভারতীয় ওষুধ শিল্পগুলি বিভিন্ন ধরণের ওষুধ এবং ওষুধের পণ্যগুলির জন্য নির্ভরযোগ্য। এধরণের ঘটনার ক্ষেত্রে ভারত গুরুত্ব সহকারে দেখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য কী বলেছেন? 

ভারতের স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বলেছেন যে, কাশির ওষুধের নমুনা পরীক্ষার জন্য চণ্ডীগড়ে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী ব্যবস্থা নেবে।

উজবেকিস্তান সরকার দাবি করেছে কাশির সিরাপ পান করেই ১৮টি শিশু মারা গেছে

উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, মারা যাওয়া শিশুরা ভারতের নয়ডার মেরিয়ান বায়োটেকের তৈরি কাশির সিরাপ ডক-১ ম্যাক্স খেয়েছিল। তবে বিষয়টি এখনো তদন্ত করা হচ্ছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ২০১২ সালে উজবেকিস্তানে মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেড তাঁদের দেশে ওষুধ সরবরাহের অনুমতি পেয়েছিল। 

অন্যদিকে, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সূত্র প্রকাশ করেছে যে, এই কোম্পানির 'ডক-ম্যাক্স' সিরাপ বর্তমানে ভারতের বাজারে বিক্রি হচ্ছে না।

গাম্বিয়ার শিশুদের মৃত্যুর একই রকম ঘটনা সামনে এসেছে

এর আগে গাম্বিয়া থেকেও একই অভিযোগ উঠেছিল। গাম্বিয়ায় কাশির সিরাপ খাওয়ার পর ৬৬টি শিশু মারা গিয়েছিল। ওই বিষয়টিরও ভারত সরকার তদন্তও করছে।

পাকিস্তানে হিন্দু মহিলার হত্যা নিয়ে দেওয়া বিবৃতি
একই সঙ্গে পাকিস্তানে এক হিন্দু মহিসাতে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, এখন পর্যন্ত তিনি এই বিষয়ে তেমন তথ্য পাননি। তবে পাকিস্তানের উচিত তার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দেওয়া। 

Advertisement

আরও পড়ুন-দলাই লামার সফর ঘিরে সতর্কতা, চিনের মহিলা গুপ্তচরের খোঁজে স্কেচ প্রকাশ

 

POST A COMMENT
Advertisement