ফের খবরের শিরোনামে আর্যা রাজেন্দ্রন। দেশের সবথেকে কমবয়সী মেয়র তিনি। মাত্র ২১ বছর বয়েসে তিরুঅনন্তপুরম পুরসভার মেয়র হয়ে নজর কেড়েছিলেন তিনি (Youngest Mayor Arya Rajendran)। সেই আর্যার বিয়ে নিয়েও কম আলোচনা হয়নি। কেরল বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য শচীন দেবকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। সেই আর্যা-শচীনের সংসারে এসেছে নতুন অতিথি। তাকে কোলে নিয়েই কাজে নেমে পড়েছেন আর্যা!
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা। সেই ছবিতে দেখা যাচ্ছে, আর্যা এক মনে ফাইলের পর ফাইল সই করছেন, রিভিউ করছেন। আর তাঁর কোলে রয়েছে ছোট্ট বাচ্চাটি। অনেকে যেমন আর্যাকে বাহবা দিয়েছেন, অনেকে আবার সমালোচনাও করছেন।
গত ১০ অগস্ট তিরুঅনন্তপুরমের এক হাসপাতালে আর্যা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেই কারণে ছুটিতে ছিলেন তিনি। কিন্তু এদিকে তাঁর টেবিলে ফাইল জমে যাচ্ছে। এমন অনেক কাজ আছে, যা তাঁর সই ছাড়া হবে না। অন্যদিকে কেরলে ফের মাথাচাড়া দিয়েছে নিপা ভাইরাস। এহেন পরিস্থিতিতে নিজেকে আর ঘরে আটকে রাখতে পারেননি আর্যা।
গত শনিবার ছুটে এসেছেন পুরসভায়। কিন্তু এক মাসের মেয়েকে কোথায় রেখে আসবেন, ভেবে না পেয়ে সঙ্গে করেই কাজে এসেছেন তিনি। শনিবার দিনভর একাধিক বৈঠক করেন পুর আধিকারিকদের সঙ্গে, অনেক জমে থাকা ফাইলে সই করেন আর্যা। আর সবটাই মেয়েকে কোলে নিয়ে।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন, ব্যক্তিগত জীবন ও কর্মজীবন একসঙ্গে সামাল দেওয়ার অন্যতম সেরা উদাহরণ তৈরি করল আর্যা। অনেকে আবার বলছেন, কেরিয়ারের উচ্চাকাঙ্ক্ষার সামনে মাতৃত্ব কখনই বাধা হতে পারে না।
আর্যা এসএফআইয়ের সদস্য ছিলেন। কলেজ জীবন থেকেই রাজনীতি শুরু। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিরুঅনন্তপুরমের পুরসভা নির্বাচনে কেরলের শাসক দল সিপিএম তাঁকে প্রার্থী করে। ভোটে জেতেন আর্যা। দল ঠিক করে তাঁকেই মেয়র করা হবে শহরের। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ২১ বছর বয়েসে গোটা শহরের দায়িত্ব নেন তিনি।