২৬ তম বিবাহবার্ষিকী ধুমধাম সহকারে পালন করার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে সেই দম্পতি গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলে পড়লেন। নাগপুরের এই ঘটনায় হতবাক ওই দম্পতির প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ এসে জোড়া দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে ওই দম্পতি আত্মহত্যা করল তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের নাম অক্ষর ও জেরিল। ২৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। সেই থেকে একসঙ্গেই ছিল দম্পতি। তবে তাঁদের সন্তান হয়নি। আবার অর্থকষ্টেও ভুগছিলেন। সেই কথা প্রতিবেশীরা জানত।
৭ জানুয়ারি অক্ষর ও জেরিলের বিবাহবার্ষিকী ছিল। সেদিনই তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। প্রথমে তাঁরা বিয়ের পোশাক পরেন। তারপর দুজনে ছবি তুলে আপলোড করেন। তা হোয়াটসঅ্যাপ স্টেটাসেও দেন। তারপর ঘরের ভিতর দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। BNS এর ১৯৪ ধারায় মামলা দায়ের করেছে। সিনিয়র ইন্সপেক্টর ক্ষীরসাগর জানিয়েছেন, দম্পতির কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টাকা-পয়সার অভাবের কারণে তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন।