COVID-19 cases in India: COVID পজিটিভ ২ জনের মৃত্যু মুম্বইয়ে, মহারাষ্ট্র সহ দেশে সংক্রমণ বাড়ছে

মহারাষ্ট্রে ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে রাজ্যে কোভিড-১৯ সংক্রান্ত দুটি মৃত্যুর খবর মিলেছে। উভয় ঘটনাই ঘটেছে মুম্বইয়ে। বিশেষজ্ঞরা বলছেন, দু'জন মৃতই সহ-রোগে আক্রান্ত ছিলেন। এক জনের ছিল নেফ্রোটিক সিনড্রোম ও হাইপোক্যালসেমিয়ার খিঁচুনি, অন্যজন ক্যানসার রোগী ছিলেন।

Advertisement
COVID পজিটিভ ২ জনের মৃত্যু মুম্বইয়ে, মহারাষ্ট্র সহ দেশে সংক্রমণ বাড়ছে
হাইলাইটস
  • মহারাষ্ট্রে ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯।
  • রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে রাজ্যে কোভিড-১৯ সংক্রান্ত দুটি মৃত্যুর খবর মিলেছে।

মহারাষ্ট্রে ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে রাজ্যে কোভিড-১৯ সংক্রান্ত দুটি মৃত্যুর খবর মিলেছে। উভয় ঘটনাই ঘটেছে মুম্বইয়ে। বিশেষজ্ঞরা বলছেন, দু'জন মৃতই সহ-রোগে আক্রান্ত ছিলেন। এক জনের ছিল নেফ্রোটিক সিনড্রোম ও হাইপোক্যালসেমিয়ার খিঁচুনি, অন্যজন ক্যানসার রোগী ছিলেন।

রাজ্য স্বাস্থ্য দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মোট ৬,০৬৬টি সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রামিতদের মধ্যে ১০১ জন মুম্বইয়ের বাসিন্দা। বাকি ৫ জন পুনে, থানে ও কোলহাপুর জেলার।

বর্তমানে রাজ্যে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬৮। এর মধ্যে ৫২ জনের লক্ষণ হালকা এবং তারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। ১৬ জনকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগ জানায়, "মহারাষ্ট্র ছাড়াও অন্যান্য রাজ্য এবং বিশ্বের কিছু দেশেও কোভিড সংক্রমণ ফের বাড়ছে। তাই সতর্কতা অবলম্বন করাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি।"

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও, ঝুঁকিপূর্ণ সহ-রোগীদের জন্য পরিস্থিতি আবারও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই শীতকাল ঘনিয়ে আসার আগে থেকেই সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

 

POST A COMMENT
Advertisement