scorecardresearch
 

ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ৩ গুণ তাড়াতাড়ি ছড়ায় Omicron!

চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে এখনও বিপদ কাটেনি। স্থানীয় ও জেলা পর্যায়ে আরও বৃহত্তর দূরদর্শিতা, তথ্য বিশ্লেষণ, গতিশীল সিদ্ধান্ত গ্রহণ এবং কঠোর ও দ্রুত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। না হলে ফের বিপদ বাড়তে পারে।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • Corona-র নতুন ভ্যারিয়েন্ট Omicron আসলে Delta strain-এর থেকেও ৩ গুণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে
  • রাজ্যগুলিকে চিঠি দিয়ে একথা জানাল কেন্দ্র
  • সব রাজ্যকে সতর্কও করা হয়েছে।

Corona-র নতুন ভ্যারিয়েন্ট Omicron আসলে Delta strain-এর থেকেও ৩ গুণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। রাজ্য সরকারকে একটি চিঠি লিখে এইভাবে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। তাদের তরফে রাজ্যগুলিকে প্রস্তুত থাকার সতর্কতাও দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : হলদিয়া অগ্নিকাণ্ডে আহতদের গ্রিন করিডোরে আনা হল কলকাতা

চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে এখনও বিপদ কাটেনি। স্থানীয় ও জেলা পর্যায়ে আরও বৃহত্তর দূরদর্শিতা, তথ্য বিশ্লেষণ, গতিশীল সিদ্ধান্ত গ্রহণ এবং কঠোর ও দ্রুত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। না হলে ফের বিপদ বাড়তে পারে। 

চিঠিতে আরও উল্লেখ, 'Omicron ডেল্টার চেয়ে কমপক্ষে ৩ গুণ বেশি সংক্রমণযোগ্য। তাই, স্থানীয় ও জেলাস্তরে আরও সচেতনতা দরকার। সরকার ও স্থানীয় প্রশাসনকে এখন থেকেই সজাগ থাকতে হবে। প্রয়োজনীয়  পদক্ষেপ করতে হবে।' স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে চিঠিতে লিখেছেন।

আরও পড়ুন : তৃতীয় বার কলকাতা পুরসভা TMC-র, হ্যাটট্রিকের ৫ কারণ

প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত দেশে ২০০ জন রোগী ওমিক্রনে আক্রান্ত। এর মধ্যে ৭৭ জন রোগী সুস্থ হয়েছেন। জানিয়েছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক। 

Advertisement