আবারও আতঙ্ক বাড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে সমস্ত পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করল কেরালা সরকার। এক্ষেত্রে সমস্ত পাবলিক প্লেস, কর্মস্থল, জমায়েতে মানুষের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে গাইড লাইনে সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলার নির্দেশও দিয়েছে সরকার।
এছাড়াও সমস্ত দোকান, থিয়েটার এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের স্যানিটাইজারের ব্যবস্থা রাখার নির্দেশও দেওয়া হয়েছে সরকারে তরফে। জানা গিয়েছে সম্ভাব্য কোভিড বৃদ্ধির উদ্বেগের জেরে জারি করা এই নির্দেশটি আগামী ৩০ দিনের জন্য রাজ্যের সমস্ত অংশে বলবৎ থাকবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে সোমবার ভারতে করোনা ভাইরাসের ১১৪ টি নতুন কেস পাওয়া গিয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২,১১৯-এ। বর্তমানে দেশে করোনা থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৮০ শতাংশ।
এদিকে, ভারতীয় SARS-CoV-2 জিনোমিক্স কনসোর্টিয়ামের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী ভেরিয়েন্ট XBB.1.5-তে ভারতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৬-এ। দিল্লি, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ সহ এখন পর্যন্ত ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে XBB.1.5 ভেরিয়েন্টের কেস পাওয়া গেছে।
আরও পড়ুন - এই রাশিগুলির মেয়েরা সরি বলতে জানেন না, ভেবেচিন্তে সম্পর্কে জড়ান