উপ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঠিক করে ফেল এনডিএ। তাদের তরফে উপ রাষ্ট্রপতি পদে লড়বেন সিপি রাধাকৃষ্ণন। তিনি বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে রয়েছেন। রবিবার বিজেপির সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাড্ডা বলেন, 'আমরা বিরোধীদের সঙ্গেও কথা বলব। আমাদের তাদের সমর্থনও নেওয়া উচিত। যাতে একসঙ্গে আমরা উপ রাষ্ট্রপতি পদের জন্য একটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নিশ্চিত করতে পারি। যেমনটি আমরা আগেই বলেছি, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং আমাদের সিনিয়র নেতারা আগেও তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের সমস্ত এনডিএ সহকর্মীরা আমাদের সমর্থন করেছে। সিপি রাধাকৃষ্ণণ হলেন আমাদের এনডিএ-র উপ রাষ্ট্রপতি প্রার্থী।'
সিপি রাধাকৃষ্ণনের পুরো নাম চন্দ্রপুরম পোন্নুস্বামী রাধাকৃষ্ণন। তিনি ১৯৫৭ সালের ২০ অক্টোবর তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) এবং ভারতীয় জনসংঘের সঙ্গে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ভারতীয় জনতা পার্টির (BJP) একজন সিনিয়র নেতা ছিলেন এবং বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে রয়েছেন। ২০২৪ সালের ৩১ জুলাই তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল পদে আসীন হন। এর আগে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে ছিলেন। এর আগে ছিলেন তেলঙ্গনার রাজ্যপাল পদেও। ২০২৪ সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন।
সিপি রাধাকৃষ্ণন ১৯৯৮ এবং ১৯৯৯ সালে কোয়েম্বাটুর লোকসভা আসন থেকে নির্বাচিত সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিজেপি সংগঠনে তাঁর বড় ভূমিকা রয়েছে। তামিলনাড়ু বিজেপির সভাপতি পদেও ছিলেন। ৯৩ দিনের রথযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন। সংসদে বস্ত্র সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। বিভিন্ন আর্থিক ও সরকারি সেক্টর সম্পর্কিত কমিটিতে কাজ করেছেন।