Cyclone Montha Update: ঘূর্ণিঝড় 'মন্থা' গতি বাড়াল, সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বাড়বে, কোথায় ল্যান্ডফল?

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় মন্থা। যার ফল এটি 'সিভিয়র সাইক্লোন'-এ পরিণত হতে পারে। তারপর আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলে। IMD এবং INCOIS জানিয়েছে, এই সাইক্লোনের প্রভাবে অন্ধ্রপ্রদেশের সমুদ্র তীরবর্তী এলাকায় ৪.৭ মিটারের মতো উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। পাশাপাশি বইতে ঝোড়ো হাওয়া। এমনকী খুব ভারী বৃষ্টিপাতেরও রয়েছে আশঙ্কা।

Advertisement
ঘূর্ণিঝড় 'মন্থা' গতি বাড়াল, সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বাড়বে, কোথায় ল্যান্ডফল?সাইক্লোন মন্থার আপডেট
হাইলাইটস
  • শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় মন্থা
  • যার ফল এটি 'সিভিয়র সাইক্লোন'-এ পরিণত হতে পারে
  • আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলে

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় মন্থা। যার ফল এটি 'সিভিয়র সাইক্লোন'-এ পরিণত হতে পারে। তারপর আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলে। IMD এবং INCOIS জানিয়েছে, এই সাইক্লোনের প্রভাবে অন্ধ্রপ্রদেশের সমুদ্র তীরবর্তী এলাকায় ৪.৭ মিটারের মতো উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনকী খুব ভারী বৃষ্টিপাতেরও রয়েছে আশঙ্কা।

IMD জানিয়েছে, নিজের শক্তি সঞ্চয় করে চলেছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সাইক্লোন মন্থা। যার ফলে এটি সিভিয়র বা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মঙ্গলবার সকালে। তারপর ২৮ তারিখ বিকেল বা সন্ধেয় ল্যান্ডফল করতে পারে কাকিনাড়া এবং মছলিপত্তনম এলাকায়। স্থলভাগে প্রবেশ করার সময় এই ঘূর্ণিঝড়ের গতি থাকতে পারে ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘণ্টা। পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে।

বাড়ছে সাইক্লোনের গতি

সূত্রের খবর, প্রতি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতি বাড়ছে সাইক্লোন মন্থার। সন্ধের মধ্যেই ১০০ থেকে ১১০ কিমি গতি নিয়ে তা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার আশপাশে আছড়ে পড়তে পারে বলে খবর।

আজ কী অবস্থা অন্ধ্রপ্রদেশে?

অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যার ফলে ব্যাহত হয়েছে যান চলাচল। শুধু তাই নয়, সতর্কতা হিসাবে আরও কিছু ব্যবস্থা নিয়েছে সেই রাজ্যের সরকার। ইতিমধ্যেই দক্ষিণ মধ্য রেলের বিজয়ওয়াড়া ডিভিশনে ৫৪টি ট্রেন ক্যানসেল করা হয়েছে। মূলত আগামি দুইদিনের ট্রেন ক্যানসেল করা হয়েছে বলে খবর। পাশাপাশি ফ্লাইটও অনিয়মিত চলছে।

রেসকিউ টিম মোতায়েন করা হয়েছে

খুব ভারী বৃষ্টিতে ভিজতে পারে অন্ধ্রপ্রদেশ। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। এমন পরিস্থিতিতে সেই রাজ্যের সরকারের পক্ষ থেকে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। এই দল বিপদে পড়া মানুষকে সাহায্য করবে। তাদের সুরক্ষিত জায়গায় আনবে বলেই খবর।

এছাড়াও প্রশাসনের তরফ থেকে নানা জায়গায়, গ্যাস এবং তেল মজুত করে রাখা হচ্ছে। প্রয়োজনে এগুলির সাহায্যেই রান্না হবে। পাশাপাশি মেটানো যাবে অন্যান্য কাজ।

Advertisement

খোলা হয়েছে ২৪*৭ ইমার্জেন্সি সেন্টার

এই পরিস্থিতিতে কোনও বিপদে পড়লেই যোগাযোগ করা যাবে ইর্মাজেন্সি নম্বরে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে ৭৪টি রিলিফ সেন্টারও খোলা হয়েছে।

স্কুল ও করেছে ছুটি

এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার বিষয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি অন্ধ্রপ্রদেশ সরকার। যার ফলে স্কুল এবং কলেছে ইতিমধ্যেই ছুটি দেওয়া হয়েছে।

বাংলাতেও জারি হয়েছে সতর্কতা

এ দিন মন্থার জেরে বাংলার কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলি। এই সব জেলায় ভারী বৃষ্টির রয়েছে আশঙ্কা। শুধু তাই নয়, এই সব জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।

POST A COMMENT
Advertisement