DA Hike : এই রাজ্যে আরও ৪ শতাংশ বাড়ল ডিএ, খুশি সরকারি কর্মীরা

ফের বাড়ল ডিএ (Dearness Allowance)। আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল সরকারি কর্মীদের। ফলে তারা খুশি। আসন্ন বিহু উৎসবের আগে রাজ্য সরকারি কর্মচারিদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে ওই DA দেওয়া হবে।

Advertisement
এই রাজ্যে আরও ৪ শতাংশ বাড়ল ডিএ, খুশি সরকারি কর্মীরা প্রতীকী ছবি
হাইলাইটস
  • ফের বাড়ল ডিএ (Dearness Allowance)
  • আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল সরকারি কর্মীদের

ফের বাড়ল ডিএ (Dearness Allowance)। আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল সরকারি কর্মীদের। ফলে তারা খুশি। আসন্ন বিহু উৎসবের আগে রাজ্য সরকারি কর্মচারিদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে ওই DA দেওয়া হবে।

এই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্য সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ আরও ৪ শতাংশ হারে বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে এবার থেকে সেই রাজ্যের কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পাবেন। গত জানুয়ারি থেকে বর্ধিত DA এরিয়ার আকারে দেওয়া হবে বলেও অসম সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। 

সম্প্রতি কেন্দ্রীয় সরকারও ডিএ ৪২ শতাংশ হারে দিচ্ছে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র ৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বলে অভিযোগ। বকেয়া ডিএ মেটানোর জন্য আন্দোলন করছেন সরকারি কর্মীরা। আবার সুপ্রিম কোর্টে মামলাও চলছে। সেই আবহে প্রতিবেশী রাজ্যের ডিএ বাড়ানোর সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর ক্ষুব্ধ এই রাজ্যের সরকারি কর্মীরা। 

এই ডিএ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানান, 'আমাদের সরকার কর্মচারীদের প্রতি যত্নশীল। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাজ্যের বেতনভোগী এবং পেনশনভোগীদের এখন থেকে অতিরিক্ত ৪ শতাংশ ডিএ দেওয়া হবে। ২০২৩ সালের ১ জানুয়ারির হিসাবে তাঁরা এই নতুন হারে ডিএ পাবেন।'

এদিকে এই ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, 'অসমের সরকারও কেন্দ্রের হারে ডিএ দিচ্ছে। দুঃখজনকভাবে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারিদের চোর, ডাকাত বলে দেগে দেন।' এরপরই শুভেন্দুর প্রশ্ন,'এগিয়ে বাংলা না বঞ্চিত বাংলা?'

 

POST A COMMENT
Advertisement