আজই DA বাড়ছে, পুজোর মধ্যেই সরকারি কর্মীদের জন্য বড় খবর

দুর্গাপুজোর নবমীর দিন এল সুখবর। এবার আরও DA বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মী ও পেনশনভোগীদের। বুধবারই মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Advertisement
আজই DA বাড়ছে, পুজোর মধ্যেই সরকারি কর্মীদের জন্য বড় খবর
হাইলাইটস
  • উৎসবের মাঝেই এল সুখবর
  • আরও DA বাড়তে চলছে সরকারি কর্মীদের
  • বুধবারই এই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে আরও একবার। বুধবারই এই প্রস্তাব রাখা হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে। প্রস্তাব গৃহীত হলে আগামী ১ জুলাই থেকে বর্ধিত DA পাবেন সরকারি কর্মীরা। প্রায় ১ কোটি সরকারি কর্মী এবং পেনশনভোগী এই DA বৃদ্ধির সুবিধা পেতে চলেছেন। 

আজই বাড়ছে DA

সরকারি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পেতে চলেছে সর্বসম্মতিক্রমে। প্রায় এক কোটি সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীর জন্য এই সিদ্ধান্তটি স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। মহার্ঘ ভাতা জীবনযাত্রার ব্যয়ভাতা, যা মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে কর্মচারী ও পেনশনভোগীদের দেয় কেন্দ্র। সূত্রের খবর, এদিনের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

DA বৃদ্ধির হার নির্ধারিত হয় মূলত কনজিউমার প্রাইস ইনডেক্সের (CPI) তথ্যের ভিত্তিতে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে দু’বার DA সংশোধন করা হয়। যাতে কর্মীরা মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনধারণ করতে পারেন। 

গতবার কত বেড়েছিল DA?

এর আগে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা ২% বৃদ্ধি করেছিল। এর ফলে DA ৫৩% থেকে বেড়ে ৫৫% হয়েছিল। এবার নতুন বৃদ্ধি অনুমোদিত হলে তা আরও বাড়বে। উদাহরণস্বরূপ, কোনও কর্মচারীর বেসিক পে যদি ৫০ হাজার টাকা হয়, তবে বর্তমানে তিনি ২৬ হাজার ৫০০ টাকা DA পাচ্ছেন। নতুন বৃদ্ধি কার্যকর হলে এই ভাতা আরও বাড়বে, ফলে কর্মীদের হাতে অতিরিক্ত টাকা আসবে।

ওয়াকিবহাল মহলের মতে, উৎসবের মরশুমের আগে এই সিদ্ধান্ত কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দেবে এবং একই সঙ্গে কনজিউমার প্রাইস ইনডেক্স বাড়িয়ে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

TAGS:
POST A COMMENT
Advertisement