DA Hike: ৩ শতাংশ ডিএ বাড়ল, অ্যাকাউন্টে কত ঢুকবে ? হিসেব বুঝে নিন

বছরে দুবার -জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ এবং ডিআর পর্যালোচনা করা হয়। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (CPI-IW) অনুযায়ী মুদ্রাস্ফীতির প্রবণতার উপর ভিত্তি করে ডিএ বাড়ানো হয়। যদিও নির্ধারিত সময়ের কয়েক মাস পরে ডিএ ঘোষণা করা হয়, তাহলে কর্মচারীরা এরিয়ার পান।

Advertisement
৩ শতাংশ ডিএ বাড়ল, অ্যাকাউন্টে কত ঢুকবে ? হিসেব বুঝে নিন৩ শতাংশ ডিএ বাড়ল, এবার কার কত মাইনে-পেনশন বাড়বে?
হাইলাইটস
  • বছরে দুবার -জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ এবং ডিআর পর্যালোচনা করা হয়
  • গত মার্চ মাসে ২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে কর্মচারী ও পেনশনভোগীদের মূল বেতন ও পেনশনের হার ৫৫% থেকে ৫৮% হবে। এই বৃদ্ধি ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা হবে। কর্মচারীরা জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের এরিয়ার অক্টোবরের মাইনের সঙ্গে পাবেন বলে আশা করা হচ্ছে।

এই ডিএ বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। এর অর্থ হল যদি কোনও কর্মচারীর মূল বেতন ২২,৫০০ টাকা হয়, তাহলে ৩% ডিএ বৃদ্ধি তাঁর মাসিক আয়ে ৬৭৫ টাকা বা বার্ষিক ৮,১০০ টাকা যোগ করবে। একইভাবে, ১২,০০০ টাকা মূল পেনশনধারী পেনশনভোগী মাসে অতিরিক্ত ৩৬০ টাকা বা বছরে ৪,৩২০ টাকা পাবেন। মাসে ৩০,০০০  টাকা বেসিক পে মাইনে পাওয়া কর্মচারী প্রতি মাসে অতিরিক্ত ৯০০ টাকা পাবেন। অন্যদিকে ৪০,০০০ টাকা বেসিক পে পাওয়া কর্মচারী প্রতি মাসে ১,২০০ অতিরিক্ত পাবেন। তিন মাসের এরিয়ার হবে ২,৭০০ থেকে ৩,৬০০ টাকা।

বছরে দুবার -জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ এবং ডিআর পর্যালোচনা করা হয়। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (CPI-IW) অনুযায়ী মুদ্রাস্ফীতির প্রবণতার উপর ভিত্তি করে ডিএ বাড়ানো হয়। যদিও নির্ধারিত সময়ের কয়েক মাস পরে ডিএ ঘোষণা করা হয়, তাহলে কর্মচারীরা এরিয়ার পান। এর আগে গত মার্চ মাসে ২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হওয়ার আশা করা হচ্ছে। মোট, প্রায় ৪৮ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন।

TAGS:
POST A COMMENT
Advertisement