Delhi Airport Flight Delay: আকাশে সাইবার অ্যাটাক! যেভাবে টার্গেট করা হল ভারতের ব্যস্ততম বিমানবন্দরকে

Delhi Airport Flight Delay: বৃহস্পতিবার রাত থেকেই বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। বিপর্যস্ত হয় ‘অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম’ বা AMSS, যা বিমানের ফ্লাইট প্ল্যান তৈরি করতে ব্যবহৃত হয়। এই সিস্টেম থেকেই তথ্য যায় অটো ট্র্যাক সিস্টেমে (ATS)। ফলে গোটা বিমান নিয়ন্ত্রণ প্রক্রিয়াই কার্যত ভেঙে পড়ে।

Advertisement
আকাশে সাইবার অ্যাটাক! যেভাবে টার্গেট করা হল ভারতের ব্যস্ততম বিমানবন্দরকে

Delhi Airport Flight Delay: দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI) ফের বড় বিপত্তি। সম্প্রতি একাধিক সন্দেহজনক GPS Spoofing ঘটনার জেরে বিমান চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে। এই ঘটনাগুলি সাধারণত সীমান্ত বা সংঘর্ষপ্রবণ এলাকায় ঘটে, কিন্তু এবার রাজধানীর আকাশেই তার ছায়া পড়ল।

শুক্রবারই এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর প্রযুক্তিগত ত্রুটিতে ৪০০-রও বেশি ফ্লাইটে বিঘ্ন ঘটে। উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে প্রভাব পড়ে। এর আগেই মঙ্গলবার জিপিএস বিভ্রাটের ঘটনায় দিল্লি বিমানবন্দরকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিপর্যস্ত বিমানবন্দর হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক সংস্থাগুলি।

এই সময় অন্তত সাতটি ফ্লাইটকে জয়পুর ও লখনউ-সহ কাছাকাছি বিমানবন্দরে নামাতে হয়। সূত্রের খবর, পাইলটরা জানিয়েছিলেন, উড়ান চলাকালীন তাঁদের ন্যাভিগেশন সিস্টেমে অবস্থান বদলে যাচ্ছিল। যেখানে দিল্লির উপর দিয়ে উড়ছে, সেখানে দেখাচ্ছে তাঁরা চণ্ডীগড়ের আকাশে!

বিশেষজ্ঞদের মতে, GPS Spoofing ভুয়ো স্য়াটেলাইট সিগনাল স্যাটেলাইট সিগনাল পাঠিয়ে বিমান বা ডিভাইসকে ভুলপথে চালিত করা। অর্থাৎ, সিস্টেমে মিথ্যা অবস্থান দেখা যায়। এটি GPS jamming থেকে আলাদা। জ্যামিং সিগন্যাল বন্ধ করে দেয়, কিন্তু স্পুফিং ভুল তথ্য পাঠিয়ে সিস্টেমকে বিভ্রান্ত করে।

মঙ্গলবারের ঘটনায় “Navigation Integrity Category” বা অবস্থান নির্ভুলতার মাপকাঠি হঠাৎ ৮ থেকে নেমে ০-তে চলে আসে। দিল্লি থেকে প্রায় ১১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পাইলটরা সমস্যার কথা জানান।

অবস্থা আরও খারাপ হয়, কারণ দিল্লি বিমানবন্দরের মূল রানওয়ের Instrument Landing System(ILS) বর্তমানে আপগ্রেডের কাজের জন্য বন্ধ। ফলে কুয়াশার সময় বিমান অবতরণে পাইলটদের স্যাটেলাইট নির্ভর নেভিগেশনের উপরই নির্ভর করতে হয়, যা স্পুফিংয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

POST A COMMENT
Advertisement