Delhi Elections 2025: কেজরিওয়ালের প্রত্যাবর্তন নাকি বিজেপি সরকার? দিল্লির ভোটের ৫ বড় ফ্যাক্টর

ঝাড়ু, পদ্মফুল ও হাত, এই তিন প্রতীকের মধ্যে কোনটি এবার দিল্লিবাসীর মন জিতবে, তার পরীক্ষা হতে চলেছে বুধবার। রাত পোহালেই দিল্লি বিধানসভা নির্বাচন। আপ, বিজেপি না কংগ্রেস, এই ৩ দলের মধ্যে আগামী ৫ বছরের জন্য দিল্লির সরকারে কে বসতে চলেছে, সে নিয়ে নিজেদের মত দেবেন দিল্লিবাসী। ভোট ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement
কেজরিওয়ালের প্রত্যাবর্তন নাকি বিজেপি সরকার? দিল্লির ভোটের ৫ বড় ফ্যাক্টরকংগ্রেস লড়াইয়ে থাকলেও এবার দিল্লি ভোটে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে একে অপরের মুখোমুখি আপ ও বিজেপি।
হাইলাইটস
  • রাত পোহালেই দিল্লি বিধানসভা নির্বাচন।
  • ভোট ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
  • কংগ্রেস লড়াইয়ে থাকলেও এবার দিল্লি ভোটে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে একে অপরের মুখোমুখি আপ ও বিজেপি।

ঝাড়ু, পদ্মফুল ও হাত, এই তিন প্রতীকের মধ্যে কোনটি এবার দিল্লিবাসীর মন জিতবে, তার পরীক্ষা হতে চলেছে বুধবার। রাত পোহালেই দিল্লি বিধানসভা নির্বাচন। আপ, বিজেপি না কংগ্রেস, এই ৩ দলের মধ্যে আগামী ৫ বছরের জন্য দিল্লির সরকারে কে বসতে চলেছে, সে নিয়ে নিজেদের মত দেবেন দিল্লিবাসী। ভোট ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত কয়েক বছরে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারের দুর্নীতি নিয়ে সরগরম হতে দেখা গিয়েছে বিজেপিকে। আবগারি দুর্নীতি মামলায় জেলেও যেতে হয়েছে স্বয়ং কেজরিকে। জেলমুক্তির পর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন কেজরিওয়াল। চ্যালেঞ্জ ছুড়েছেন, ফের জিতে মুখ্যমন্ত্রী হবেন। এই পরিস্থিতিতে এবার আপের কাছে দিল্লির লড়াই অন্যতম চ্যালেঞ্জিং। অন্য দিকে, দিল্লির কুর্সি দখলে মরিয়া পদ্ম শিবিরও। 

কংগ্রেস লড়াইয়ে থাকলেও এবার দিল্লি ভোটে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে একে অপরের মুখোমুখি আপ ও বিজেপি। দুই দলই ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না বলে যে ছাড় ঘোষণা করা হয়েছে, তার আঁচ দিল্লি ভোটে পড়ে কি না, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। 

দিল্লি ভোটে এই ফ্যাক্টরগুলি খেলা ঘোরাতে পারে...

* রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লিতে ৬৭ শতাংশের বেশি বাড়িতে মধ্যবিত্তের বাস। মধ্যবিত্ত ভোটারদের একটা বড় অংশ কেন্দ্রীয় বাজেটে কর ছাড়ের পর বিজেপির দিকে ঝুঁকেছে। পাশাপাশি, গত কয়েক বছরে আপে দুর্নীতির নানা অভিযোগে কেজরি শিবির কিছুটা ব্যাকফুটে। 

* দিল্লিতে জনগোষ্ঠীর ১২.৬৮ শতাংশ মুসলিম আর দলিতের হার ১৬.৯২ শতাংশ। সাম্প্রতিক কালে দলিত ভোটে আপের পাল্লাই ভারী। কিন্তু রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, কোনও বস্তি ভাঙা হবে না। শুধু তাই নয়, দলিতদের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। অন্য দিকে, গত ২ নির্বাচনে মুসলিম ভোট আপের ঘরেই গিয়েছে। মনে করা হচ্ছে, এবারও তার ব্যতিক্রম হবে না। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬টি কেন্দ্রে গেমচেঞ্জার হতে পারে মুসলিম ভোট।

Advertisement

* ভোটারদের কাছে টানতে আপ ও বিজেপি দুই দলই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। বিনামূল্য বিদ্যুৎ, জলে জোর দিয়েছে কেজরির দল। বিজেপি শুধু প্রতিশ্রুতিই দেয়নি, সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য যেভাবে ছাড় দিয়েছে, তা দিল্লি ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

* মহিলা ভোটাররা কাকে ভোট দেবেন, সেটাও দেখার। মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনায় টাকার অঙ্ক হাজার থেকে বাড়িয়ে ২১০০ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে আপ। আবার বিজেপির প্রতিশ্রুতি, ক্ষমতায় জিতলে মাসে মাসে ২৫০০ টাকা দেওয়া হবে। 

* আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। তবে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করা হয়নি। মোদীকে সামনে রেখেই ভোটে লড়ছে তারা। 

 আপ ও বিজেপির জোর টক্করে শেষ পর্যন্ত দিল্লির কুর্সি কে দখল করে, তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার। সেদিনই ভোট গণনা। 


 

POST A COMMENT
Advertisement