Delhi Blast : দিল্লির CRPF স্কুলের বাইরে বিস্ফোরণ, বিকট শব্দে ভাঙল গাড়ির কাচ

বিস্ফোরণের বিকট শব্দ হওয়ার পর আশপাশে দাঁড়িয়ে থাকা গাড়ি কাচ ভেঙে যায়। ঘটনাস্থল থেকে বেশ কিছু সাদা পাওডার মিলেছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। 

Advertisement
দিল্লির CRPF স্কুলের বাইরে বিস্ফোরণ, বিকট শব্দে ভাঙল গাড়ির কাচ Delhi Blast
হাইলাইটস
  • দিল্লিতে স্কুলের সামনে বিস্ফোরণ
  • তার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়
  • ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ

দিল্লির রোহিণী এলাকার প্রশান্ত বিহারে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে বিকট শব্দ হয়। যার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। CRPF স্কুলের কাছে এই বিস্ফোরণে আশপাশের এলাকায় ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার বেশ কয়েকটা ভিডিও সামনে এসেছে। যা ইন্টারনেটে এখন ভাইরাল। 

বিস্ফোরণের বিকট শব্দ হওয়ার পর আশপাশে দাঁড়িয়ে থাকা গাড়ি কাচ ভেঙে যায়। ঘটনাস্থল থেকে বেশ কিছু সাদা পাওডার মিলেছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। 

ওই স্কুলের কাছে একাধিক দোকান আছে। সূত্রের খবর, সেই সব দোকান থেকে সিলিন্ডার ব্লাস্ট করে বিকট শব্দ হতে পারে। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সূত্রের খবর, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

এই ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরণের অভিঘাতে একাধিক দোকানের হোর্ডিং ভেঙে গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, 'যে ভাবে শব্দ হল ও এলাকায় ধোঁয়া দেখা গেল, তা থেকে মনে হয়েছিল হয় কোনও বাড়ি ভেঙে পড়েছে অথবা কোনও সিলিন্ডার ব্লাস্ট করেছে। প্রায় ১০ মিনিট ধরে কালো ধোঁয়ায় এলাকা ঢাকা ছিল। একাধিক দোকানের কাচ ভেঙেছে। হোর্ডিং নষ্ট হয়েছে।' 

পুলিশ সূত্রে খবর, ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের যে দেওয়ালের সামনে বিস্ফোরণ হয়েছে সেখানে সাদা পাওডার উদ্ধার হয়েছে। সেই পাওডার ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে। আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। 

POST A COMMENT
Advertisement