Delhi Demolition Drive: মসজিদের জমিতে মাঝরাতে বুলডোজার অ্যাকশন, ইট-কাঁদানে গ্যাস, রণক্ষেত্র দিল্লি, VIDEO

পুরনো দিল্লির তুর্কমান গেট এলাকায় মসজিদ সংলগ্ন জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা। পুলিশ-জনতা সংঘর্ষ। ইট বৃষ্টি থামাতে ছোড়া হল কাঁদানে গ্যাস।

Advertisement
মসজিদের জমিতে মাঝরাতে বুলডোজার অ্যাকশন, ইট-কাঁদানে গ্যাস, রণক্ষেত্র দিল্লি, VIDEOদিল্লিতে বুলডোজার অ্যাকশন
হাইলাইটস
  • দিল্লিতে মসজিদ সংলগ্ন জমিতে বুলডোজার অ্যাকশন
  • রণক্ষেত্রের চেহারা তুর্কমান গেট এলাকায়
  • ছোড় হল কাঁদানে গ্যাস

মসজিদের কাছে অবৈধ দখল উচ্ছেদে বুধবার ভোরে দিল্লিতে তীব্র উত্তেজনা ছড়ায়। বুলডোজার অ্যাকশনের সময়ে দুষ্কৃতীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। 

দিল্লি পুরসভার কর্তারা জানিয়েছেন, এই বুলডোজার অভিযানটি শুরু হয় রাত ১টা থকে এবং তুর্কমান গেট এলাকার ফৈজ-ই-ইলাহি মসজিদের কাছে অবৈধ নির্মাণ সরানোর উদ্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। যা দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কার্যকর হচ্ছে। এই অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মোট ১৭টি বুলডোজার মোতায়েন করা হয়েছে বলে খবর। 

এদিকে, মঙ্গলবার দিল্লি হাইকোর্ট মসজিদ সইদ এলাহির পরিচালন কমিটির দায়ের করা একটি আবেদনের উপর নোটিশ জারি করলেও বুলডোজার অভিযান চালু থাকে। ওই আবেদনে পুরসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। যেখানে রামলিলা ময়দানের কাছে মসজিদ ও কবরস্থান সংলগ্ন জমি থেকে অভিযুক্ত অবৈধ দখল সরানোর কথা বলে হয়েছে। 

বুলডোজার অভিযানের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয় পুর কর্তৃপক্ষকে। বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায়, সেজন্য এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। যে সব অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে তার মধ্যে রয়েছে রাস্তার অংশ, ফুটপাথ, একটি কমিউনিটি হল, পার্কিং এলাকা এব একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টার। 

ভালসান নামে এক পুলিশ কর্মী বলেন, 'অভিযান এখনও চলছে। পুরসভা বুলডোজার চালাচ্ছে এবং নিরাপত্তার জন্য আমরা আমাদের কর্মীদের মোতায়েন করেছি। রাত ১টার দিকে অভিযান শুরু হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, পুরসভা দখল হওয়া জমিতে বুলডোজার অভিযান চালায়। রাতে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আমরা ন্যূনতম বল প্রয়োগ করেছি।' সেন্ট্রাল রেঞ্জের জয়েন্ট পুলিশ কমিশনার মধুর ভার্মা বলেন, 'কয়েকজন দুষ্কৃতী পাথক ছুড়ে অভিযান ব্যর্থ করার চেষ্টা করেছিল। কোনও উত্তেজনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকাকে ৯টি জোনে ভাগ করা হয়, প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন একজন করে অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ। সংবেদনশীল সব জায়গায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন ছিল।' পুলিশের এই উচ্চপদস্থ কর্তা আরও জানান, শান্তি বজায় রাখতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযানের আগে স্থানীয়দের সঙ্গে একাধিক সমন্বয় বৈঠক করা হয়েছিল। আগাম প্রতিরোধমূলক ও আস্থা তৈরির পদক্ষেপও নেওয়া হয়।

Advertisement

দিল্লি হাইকোর্ট কী নির্দেশ দিয়েছিল?
দিল্লি পুরসভার এই সিদ্ধান্ত নেওয়া হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ১২ নভেম্বর ২০২৫ সালের নির্দেশ অনুযায়ী। ওই নির্দেশে তুর্কমান গেটের কাছে রামলিলা গ্রাউন্ডে প্রায় ৩৮ হাজার ৯৪০ বর্গফুট অবৈধ দখল ৩ মাসের মধ্যে উচ্ছেদ করতে পুরসভা এবং পূর্ত দফতরকে সময় দেওয়া হয়েছিল। এই নির্দেশ দেওয়া হয়েছিল সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন নামক একটি সংস্থার আবেদনের ভিত্তিতে, যাদের পক্ষে আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী উমেশ চন্দ্র শর্মা। 

এরপর গত ৪ জানুয়ারি পুরসভার কর্মীরা দখলকৃত এলাকা চিহ্নিত করতে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন, যার ফলে পুলিশি মোতায়েন বাড়ানো হয়। পুরসভার বাতিলের আবেদন জানিয়ে মসজিদ সইদ এলাহির পরিচালন কমিটি দাবি করেছে, সংশ্লিষ্ট সম্পত্তিটি তারা ব্যবহার করছে এবং ওয়াকফ বোর্ডকে লিজে ভাড়া দিচ্ছে। আবেদনে আরও বলা হয়েছে, ওয়াকফ আইন অনুযায়ী, এই সংক্রান্ত সমস্ত নিষ্পত্তির একমাত্র অধইকার ওয়াকফ ট্রাইবুনালের। 

 

POST A COMMENT
Advertisement