Delhi Elections: TMC-র পর এবার AAP-এর পাশে প্রায় গোটা ইন্ডিয়া জোট, কোণঠাসা কংগ্রেস?

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-কে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, রাজধানীতে কোনও আসনে প্রার্থী দেবে না বাংলার শাসক দল। বরং আপ-এর প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারে নামবে তৃণমূল। এই সিদ্ধান্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Advertisement
TMC-র পর এবার AAP-এর পাশে প্রায় গোটা ইন্ডিয়া জোট, কোণঠাসা কংগ্রেস?Mamata Banerjee,Arvind Kejriwal,Rahul Gandhi
হাইলাইটস
  • দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-কে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস।
  • সূত্রের খবর, রাজধানীতে কোনও আসনে প্রার্থী দেবে না বাংলার শাসক দল।

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-কে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, রাজধানীতে কোনও আসনে প্রার্থী দেবে না বাংলার শাসক দল। বরং আপ-এর প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারে নামবে তৃণমূল। এই সিদ্ধান্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তৃণমূলের সমর্থনের গুরুত্ব
দিল্লিতে তৃণমূলের তেমন শক্তিশালী সংগঠন না থাকলেও, বেশ কিছু এলাকায় বাংলাভাষী মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এ ছাড়া, দিল্লির রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখেরাও বিভিন্ন সময়ে সক্রিয় ছিলেন। এই সমর্থন আপ-এর জন্য সুবিধাজনক হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে সমাজবাদী পার্টিও (এসপি) আপকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছে।

কেজরিওয়াল তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “তৃণমূল দিল্লিতে আপকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আমি মমতা দিদির প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। ভালো বা খারাপ সময়ে, আপনি সবসময় আমাদের পাশে থেকেছেন। ধন্যবাদ, দিদি।”

কংগ্রেসের প্রতি তৃণমূলের অবস্থান
তৃণমূলের এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, দিল্লির বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের আরেক শরিক দল কংগ্রেসও প্রার্থী দিচ্ছে। কিন্তু কংগ্রেসকে সমর্থন না করে আঞ্চলিক দল আপ-এর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ও এসপি।

রাজনৈতিক মহলের মতে, ইন্ডিয়া জোটে কংগ্রেসের অবস্থান ইদানীং বেশ দুর্বল। বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ভরাডুবির পর আঞ্চলিক দলগুলির মধ্যে কংগ্রেসকে গুরুত্ব দেওয়ার প্রবণতা কমেছে। এমনকি, দিল্লির নির্বাচনের আগে আপ কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে পুরোপুরি বাদ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছিল।

কংগ্রেসকে আরও কোণঠাসা করার বার্তা?
তৃণমূল ও এসপি-র এই অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে যে ইন্ডিয়া জোটে আঞ্চলিক দলগুলিকে বেশি গুরুত্ব দিতে চায় তারা। আপ-এর পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে, দিল্লির মতো জায়গায় স্থানীয় দলগুলির প্রভাব বাড়াতে তারা কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখতেই আগ্রহী।

Advertisement


 

POST A COMMENT
Advertisement