ভিড়ের মধ্যে হঠাত্ উঠল চুলকানি! গোটা শরীর চুলকোচ্ছে। অবস্থা এমন, সর্বসমক্ষে খালি গা হয়ে চুলকোতে হচ্ছে। হঠাত্ দেখলেন, হাতের ব্যাগটা নেই। এমনই অভিনব কায়দায় ছিনতাই শুরু হয়েছে রাজধানী দিল্লিতে। কয়েকটি ভাইরাল ভিডিও দেখে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুজনকে। দুজনেই বাংলার নিউ জলপাইগুড়ির বাসিন্দা। পশ্চিমবঙ্গে থাকাকালীনও এরা একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে। তাদের নাম মুন্না ও রাজেন্দ্র।
রাস্তায় ভিড়ের মধ্যে হঠাত্ গোটা শরীর চুলকাতে শুরু করে
দিল্লিতে কয়েক সপ্তাহ ধরে রাস্তায় সিসিটিভি ফুটেজে কিছু ঘটনা দেখা গিয়েছে। দিল্লির ওই সিসিটিভি ফুটেজগুলি ব্যাপক ভাইরাল হয়েছে। অভিযোগ হল, রাস্তায় ভিড়ের মধ্যে হঠাত্ গোটা শরীর চুলকাতে শুরু করে দিচ্ছে। যেন সারা শরীরে শুয়োপোকার হুল ঢুকেছে।
এখানেই হাত সাফাই শুরু করছে মুন্না ও রাজেন্দ্ররা
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কোনও ব্যক্তি হঠাত্ করে গা হাত পা চুলকোতে শুরু করছেন। চুলকানি ও জ্বালার চোটে জামা খুলে ফেলতে হচ্ছে। ব্যস, এখানেই হাত সাফাই শুরু করছে মুন্না ও রাজেন্দ্ররা। টার্গেট যখন চুলকাতে ব্যস্ত, তখনই ব্যাগ বা মানিপার্স ছিনতাই করে পালাচ্ছে ওরা।
কীভাবে চুলকানি শুরু হচ্ছে?
মুন্না ও রাজেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, চুলকানির পাউডার ব্যবহার করছে তারা। যে ব্যক্তিকে টার্গেট করছে, ভিড়ের মধ্যে ওই পাউডার ঘাড়ের মধ্যে দিয়ে ঢুকে দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাচ্ছে চুলকানি। ঠিক তখনই ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছে মুন্না ও রাজেন্দ্র। তবে পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের করা না হলেও, ভাইরাল ভিডিওগুলি দেখে স্বতঃপ্রণোদিতভাবেই তদন্ত শুরু করে পুলিশ। তখনই মুন্না ও রাজেন্দ্রকে গ্রেফতার করে।
কীভাবে চুলকানির পাউডার ছিটিয়ে ছিনতাই হচ্ছে, দেখুন সেই ভিডিও