Parliament Security Breach: নিরাপত্তায় বড়সড় ফাঁক! সংসদে অধিবেশনের মধ্যেই গ্যালারি থেকে ঝাঁপ ২ দর্শকের

সংসদের নিরাপত্তায় বড় ধরনের ত্রুটির ঘটনা প্রকাশ্যে এসেছে। লোকসভার কার্যক্রম চলাকালীন হাউসে প্রবেশ করেন দুই যুবক। এই দুই ব্যক্তিই দর্শক গ্যালারি থেকে লাফিয়ে পড়েন। সংসদ সদস্যরা তাদের ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেন। এই ঘনার পরেই দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার কার্যক্রম।

Advertisement
নিরাপত্তায় বড়সড় ফাঁক! সংসদে অধিবেশনের মধ্যেই গ্যালারি থেকে ঝাঁপ ২ দর্শকেরParliament Security Breach


সংসদের নিরাপত্তায় বড় ধরনের ত্রুটির ঘটনা প্রকাশ্যে এসেছে। লোকসভার কার্যক্রম চলাকালীন হাউসে প্রবেশ করেন দুই যুবক। এই দুই ব্যক্তিই দর্শক গ্যালারি থেকে লাফিয়ে পড়েন। সংসদ সদস্যরা তাদের ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেন। এই ঘনার পরেই দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার কার্যক্রম।

 

POST A COMMENT
Advertisement