Bangladeshi immigrant: দিল্লিতে ৬ বছর ধরে অবৈধভাবে বসবাস বাংলাদেশি মহিলার, বহিষ্কার করল পুলিশ

দিল্লি থেকে বহিষ্কৃত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত ছ'বছর ধরে দিল্লিতে বেআইনিভাবে বসবাস করছিলেন ওই মহিলা। শুক্রবার পুলিশের এক কর্মকর্তা একথা জানিয়ে বলেন, "দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে তল্লাশি অভিযানের সময় ২৮ বছর বয়সী মহিলাকে চিহ্নিত করা হয়।"

Advertisement
দিল্লিতে ৬ বছর ধরে অবৈধভাবে বসবাস বাংলাদেশি মহিলার, বহিষ্কার করল পুলিশদিল্লি পুলিশ প্রতীকী ছবি

দিল্লি থেকে বহিষ্কৃত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত ছ'বছর ধরে দিল্লিতে বেআইনিভাবে বসবাস করছিলেন ওই মহিলা। শুক্রবার পুলিশের এক কর্মকর্তা একথা জানিয়ে বলেন, "দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে তল্লাশি অভিযানের সময় ২৮ বছর বয়সী মহিলাকে চিহ্নিত করা হয়।"

তিনি বিদেশী আইন লঙ্ঘন করে মুম্বই এবং দিল্লিতে বসবাস করতেন বলে জানান  (দক্ষিণ-পশ্চিম) ডেপুটি কমিশনার সুরেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন, ওই মহিলা বাংলাদেশের নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর গ্রামের বাসিন্দা। কোনও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করছেন। 

দিল্লি পুলিশের অ্যান্টি-নার্কোটিকস ইউনিট অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে নির্বাসনের অভিযান চালায়। দিল্লি পুলিশ অভিযানের সময় ১৫০০-রও বেশি বাংলাদেশি অনু্প্রবেশকারীকে শনাক্ত করেছিল। দক্ষিণ-পূর্ব জেলা পুলিশ অবৈধভাবে থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতারও করেছিল। সন্দেহভাজন বাংলাদেশিদের শনাক্ত করতে ভোটার আইডি এবং আধার কার্ড দেখে দিল্লির ১৫টি জেলার থানা থেকে বস্তি এবং দিল্লির কালিন্দি কুঞ্জ, শাহীন বাগ, হযরত নিজামুদ্দিন এবং জামিয়া নগরে তল্লাশি চলায়।

এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্য সচিব এবং পুলিশ প্রধানকে দু'মাসের বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। বিদেশিদের আঞ্চলিক রেজিস্টার অফিসে ডেটা পাঠানোর পাশাপাশি, পুলিশ আধার কার্ডের সত্যতা যাচাই করছে।
 

POST A COMMENT
Advertisement