scorecardresearch
 

Delhi Air Quality: দিল্লির বাতাসে 'বিষ', ১০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ

Delhi Air Quality: দিল্লিতে 'গুরুতর'(Severe) পর্যায়ে বায়ু দূষণ। অবস্থা এতটাই খারাপ যে এবার জাতীয় রাজধানীর সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ঘোষণা করল দিল্লি সরকার। আগামী ১০ নভেম্বর পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দিল্লির শিক্ষামন্ত্রী এবং আম আদমি পার্টি (AAP) নেত্রী অতিশী তাঁর X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে এই বিষয়ে ঘোষণা করেন।

Advertisement
হাইলাইটস
  • দিল্লিতে 'গুরুতর'(Severe) পর্যায়ে বায়ু দূষণ। অবস্থা এতটাই খারাপ যে এবার জাতীয় রাজধানীর সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ঘোষণা করল দিল্লি সরকার।
  • আগামী ১০ নভেম্বর পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দিল্লির শিক্ষামন্ত্রী এবং আম আদমি পার্টি (AAP) নেত্রী অতিশী তাঁর X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে এই বিষয়ে ঘোষণা করেন।
  • 'ক্লাস ৬-১২-র জন্য অনলাইন ক্লাসের অপশন দেওয়া হচ্ছে,' টুইটে জানিয়েছেন অতিশী।

Delhi Air Quality: দিল্লিতে 'গুরুতর'(Severe) পর্যায়ে বায়ু দূষণ। অবস্থা এতটাই খারাপ যে এবার জাতীয় রাজধানীর সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ঘোষণা করল দিল্লি সরকার। আগামী ১০ নভেম্বর পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দিল্লির শিক্ষামন্ত্রী এবং আম আদমি পার্টি (AAP) নেত্রী অতিশী তাঁর X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে এই বিষয়ে ঘোষণা করেন।

'ক্লাস ৬-১২-র জন্য অনলাইন ক্লাসের অপশন দেওয়া হচ্ছে,' টুইটে জানিয়েছেন অতিশী।

এর আগে, দিল্লি সরকার সমস্ত সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে ২ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার এক্স-এ জানান, বায়ুর মান খারাপ হওয়ার কারণে সাময়িকভাবে স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

অতিশীর টুইট
অতিশীর টুইট

MCD-র একটি অফিসিয়াল নির্দেশিকায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষকদের অনলাইন মোডে ক্লাস নিতে বলা হয়।  

শুক্রবার দিল্লির বায়ুর মান 'গুরুতর' পর্যায়ে নেমে আসে।  তারপর থেকে সেই মানের উন্নতির কোনও লক্ষণ দেখা যায়নি। জাতীয় রাজধানীতে রবিবার সকাল ৭টায় সামগ্রিক বায়ু মানের সূচক (AQI) ছিল 460। আর সেই কারণেই দিল্লির বায়ুর মান 'সিভিয়ার' পর্যায়ে বলে উল্লেখ করা হচ্ছে। শনিবার দিল্লির গড় AQI 415-এ ছিল।

দিল্লির প্রতিবেশী শহর নয়ডা এবং গুরুগ্রামেও অবস্থা শোচনীয়। শুক্রবার থেকে সেখানে বায়ুর মান সেই একই 'গুরুতর' সেকশনে রয়েছে।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই রবিবার ইন্ডিয়া টুডেকে জানান, 'এই মুহুর্তে সরকারের ফোকাস হল নির্মাণ কাজ নিয়ন্ত্রণ করা। এর পাশাপাশি যানবাহনগুলিকে দিল্লির অভ্যন্তরে প্রবেশ করার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। দূষণ ঘটায় এমন BS3 পেট্রোল এবং BS4 ডিজেল যানবাহনের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।, আবর্জনা নিয়ন্ত্রণ এবং বায়োমাসের উপরেও নজরদারি চালানো হচ্ছে।'

Advertisement

জনসাধারণের উদ্দেশে পরিবেশমন্ত্রীর অনুরোধ, 'ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা উচিত। আমরা গতকাল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে অনুরোধ করেছি যাতে, GRAP-এর নিয়মগুলি NCR-তেও কঠোরভাবে প্রয়োগ করা হয়। CAQM (কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট) ডিজেল বাসের জন্য যে নির্দেশিকা  দিয়েছিল, তা ঠিকঠাকভাবে অনুসরণ করা হচ্ছে না। আমাদের প্রচেষ্টা হল দিল্লি এবং NCR-এর মধ্যে এই নিয়মগুলি কঠোরভাবে প্রয়োগ করা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমেই সেটি করতে হবে, যেহেতু উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় বিজেপি ক্ষমতায় রয়েছে।'

জাতীয় রাজধানীতে অ-প্রয়োজনীয় নির্মাণ কাজ, খনন এবং পাথর ভাঙার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, গুরুগ্রাম এবং ফরিদাবাদে BS III পেট্রোল এবং BS IV ডিজেল চার চাকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নয়াদিল্লি মিউনিসিপ্যাল ​​কাউন্সিল (এনডিএমসি)-ও বায়ু দূষণ বিরুদ্ধে লড়তে একাধিক ব্যবস্থা নিয়েছে। মেকানিক্যাল রোড সুইপার (MRS) নামানো হয়েছে। এটি এক ধরণের বড় গাড়ি বিশেষ। এর মাধ্যমে রাস্তা ভিজিয়ে ঝাড়ু দেওয়া হয়। এতে ধুলো ওড়া নিয়ন্ত্রণ করা যাবে। অ্যান্টি-স্মগ গান বা মিস্ট স্প্রেয়ারও ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাতাসে ভাসমান ধুলিকণা, ধোঁয়া কমানো যাবে। এর পাশাপাশি ১৮ হাজার জলের ট্যাঙ্কার বা ট্রলির মাধ্যমে দিল্লির প্রধান প্রধান রাস্তার পাশের গাছে জল ছিটানো হচ্ছে। 

Advertisement