Delhi Red Fort Blast: লালকেল্লার সামনে বিস্ফোরণে মৃত ৮, বাড়তে পারে সংখ্যা; নাশকতা?

দিল্লির বিস্ফোরণে মৃত বেড়ে ৮(প্রতিবেদন লেখার সময়)। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে দাঁড়ানো একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
লালকেল্লার সামনে বিস্ফোরণে মৃত ৮, বাড়তে পারে সংখ্যা; নাশকতা?লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা।
হাইলাইটস
  • দিল্লির বিস্ফোরণে মৃত বেড়ে ৮(প্রতিবেদন লেখার সময়)।
  • লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে দাঁড়ানো একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
  • মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Delhi Blast Today News: দিল্লির বিস্ফোরণে মৃত বেড়ে ৮(প্রতিবেদন লেখার সময়)। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে দাঁড়ানো একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দিল্লির এই অঞ্চল 'হাই সিকিউরিটি' এলাকা। সেখানে এহেন বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই বিস্ফোরণের কারণ(উৎস) জানা যায়নি।

দমকল সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রথম তাদের কাছে ফোন আসে। বিস্ফোরণে একটি 'ইকো' ভ্যানগাড়ির পাশাপাশি আরও তিনটি গাড়িতে আগুন লেগে যায়। ভয়াবহ আগুন ও বিস্ফোরণের শব্দে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। প্রায় ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আপাতত আগুন নিয়ন্ত্রণে। তবে পুরো অঞ্চলটি কর্ডন করে রাখা হয়েছে।

প্রতক্ষ্যদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশ কয়েকটি দোকানে আগুন ধরে যায়। রাস্তার লাইটপোস্টগুলির কাঁচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে। ভেঙে পড়া কাঁচের আঘাতে অনেকে জখম হন। সূত্রের খবর, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের লোকনায়ক হাসপাতালে(LNJP) নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে থাকা অন্তত ৫ থেকে ৬টি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিস্ফোরণটি সম্ভবত একটি ইকো ভ্যানে ঘটে বলে প্রাথমিক অনুমান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের কারণ ও প্রকৃতি জানতে ফরেনসিক ও টেকনিক্যাল টিম তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে NSG র টিমও।

ঘটনার পরেই নয়াদিল্লি জুড়ে 'হাই অ্যালার্ট' জারি করা হয়েছে। সিনিয়র পুলিশ ও স্পেশাল সেলের কর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। বিস্ফোরণের প্রকৃত ধরন এখনও স্পষ্ট নয়।

মহারাষ্ট্রের পাশাপাশি মুম্বইয়েও অ্যালার্ট জারি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং সংবেদনশীল এলাকায় টহল বাড়ানো হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement