Delhi Stray Dogs: রাস্তায় কুকুরকে যেখানে সেখানে খাবার দেওয়া যাবে না, ৫টি কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে জানিয়ে দিয়েছে, রাস্তার যেকোনও জায়গায় পথ কুকুরকে খাওয়ানো যাবে না। নির্দিষ্ট অঞ্চলে খাবারের ব্যবস্থা করতে হবে। নিয়ম লঙ্ঘন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
রাস্তায় কুকুরকে যেখানে সেখানে খাবার দেওয়া যাবে না, ৫টি কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
হাইলাইটস
  • সুপ্রিম কোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে জানিয়ে দিয়েছে, রাস্তার যেকোনও জায়গায় পথ কুকুরকে খাওয়ানো যাবে না।
  • নির্দিষ্ট অঞ্চলে খাবারের ব্যবস্থা করতে হবে। নিয়ম লঙ্ঘন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুপ্রিম কোর্ট শুক্রবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে জানিয়ে দিয়েছে, রাস্তার যেকোনও জায়গায় পথ কুকুরকে খাওয়ানো যাবে না। নির্দিষ্ট অঞ্চলে খাবারের ব্যবস্থা করতে হবে। নিয়ম লঙ্ঘন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ আদালত তার পূর্ববর্তী আদেশ সংশোধন করে জানিয়েছে, টিকা ও কৃমিনাশক দেওয়ার পর কুকুরদের একই এলাকায় ফিরিয়ে দেওয়া যেতে পারে। তবে যেসব কুকুর জলাতঙ্কে আক্রান্ত বা অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করছে, তাদের পৃথক আশ্রয়কেন্দ্রে রাখতে হবে।

সুপ্রিম কোর্টের ৫টি মূল নির্দেশ
পৌর সংস্থার দায়িত্ব: প্রতিটি পৌর ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরদের জন্য আলাদা খাবারের জায়গা তৈরি করতে হবে।
রাস্তায় খাওয়ানো নিষিদ্ধ: জনসমক্ষে যেখানে-সেখানে কুকুরকে খাওয়ানো যাবে না। নিয়ম ভাঙলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টিকা দেওয়ার পর মুক্তি: কুকুরদের কৃমিনাশক ও টিকা দেওয়ার পর তাদের আবার একই এলাকায় ছাড়তে হবে।
আশ্রয়কেন্দ্রের নিয়ম: জলাতঙ্ক আক্রান্ত বা আক্রমণাত্মক কুকুরদের টিকা দেওয়ার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে রাখা বাধ্যতামূলক।

দত্তক নেওয়ার সুযোগ: প্রাণীপ্রেমীরা চাইলে কুকুর দত্তক নিতে পারবেন, তবে সেক্ষেত্রে রাস্তায় না ফিরিয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে।

এছাড়া আদালত স্পষ্ট জানিয়েছে, কোনও ব্যক্তি বা সংস্থা সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিতে পারবে না। ৮ অগাস্ট আদেশকে চ্যালেঞ্জ করা প্রাণীপ্রেমী ও এনজিওদের আদালতের রেজিস্ট্রারের কাছে যথাক্রমে ২৫,০০০ ও ২ লক্ষ টাকা জমা দিতেও হবে।

এই নির্দেশ শুধুমাত্র দিল্লি-এনসিআরের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সারা দেশেই কার্যকর হবে। সব রাজ্যের মুখ্য সচিবদের এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement