TMC Privilege Notice Shah: 'আম্বেডকরের সম্মানহানি', শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের

শাহের ওই মন্তব্যের পরই রাজ্যসভায় শুরু হয়ে যায় হট্টগোল। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে দাবি করে বিরোধীরা। বুধবার সংসদের দুই কক্ষেই আনা হয় মুলতুবি প্রস্তাব।

Advertisement
'আম্বেডকরের সম্মানহানি', শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের  অমিত শাহাঞ্চ্যা বিধানভারুন তুফান রাদা
হাইলাইটস
  • শাহের ওই মন্তব্যের পরই রাজ্যসভায় শুরু হয়ে যায় হট্টগোল।
  • অমিত শাহকে ক্ষমা চাইতে হবে দাবি করে বিরোধীরা।

রাজ্যসভায় বিআর আম্বেডকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত মন্তব্যের কড়া নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের মুখোশ খুলে গিয়েছে বলে কটাক্ষ করেছেন। এদিকে, শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়ে তাঁর অভিযোগ, আম্বেডকরের সম্মান ও সংসদের মর্যাদায় আঘাত করেছেন অমিত শাহ।   

সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলার সময় বিরোধীদের খোঁচা দিতে গিয়ে অমিত শাহের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শাহ মন্তব্য করেন,'এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেডকর আম্বেডকর আম্বেডকর আম্বেডকর আম্বেডকর আম্বেডকর বলে চলা। কিন্তু আম্বেডকরের প্রতি আপনাদের কী ভাবনা? এতবার ঈশ্বরের নাম নিলে স্বর্গবাস হয়ে যেত।'

শাহের ওই মন্তব্যের পরই রাজ্যসভায় শুরু হয়ে যায় হট্টগোল। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে দাবি করে বিরোধীরা। বুধবার সংসদের দুই কক্ষেই আনা হয় মুলতুবি প্রস্তাব।

বুধবার এক্স হ্যান্ডেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,'সংবিধানের ৭৫ বার্ষিকী উদযাপন হচ্ছে সংসদে। সেই সময় গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে বাবাসাহেব আম্বেডকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেন অমিত শাহ'। 

তিনি যোগ করেন,'এটা বিজেপির জাতপাত ও দলিতবিরোধী মানসিকতার প্রতিফলন। ২৪০টি আসন পাওয়ার পর এমন ব্যবহার করা হলে  কল্পনা করুন ওদের ৪০০ আসনের স্বপ্নপূরণ হলে কী হতে পারত। আম্বেডকরের অবদান মুছে দেওয়ার জন্য ওরা নতুন করে ইতিহাস লিখত'।     

মমতা আরও লেখেন,'অমিত শাহের মন্তব্য সেই সব লক্ষ লক্ষ মানুষের অপমান, যাঁরা আম্বেডকরের থেকে অনুপ্রেরণা নেন। কিন্তু একটা দিল যারা ঘৃণা আর ধর্মান্ধতার ছাড়া চলতে পারে না, তাদের কাছ থেকে আর কী প্রত্যাশা করা যেতে পারে?'

তৃণমূল নেত্রীর অভিমত,'ভারতীয় সংবিধানের জনক আম্বেডকর। এই ধরনের মন্তব্য শুধু আম্বেডকর নন, সংবিধানের খসড়া কমিটির সদস্যদের উপরে হামলা। যা জাত, ধর্ম ব্যতিরেকে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক'।
 

Advertisement

POST A COMMENT
Advertisement