Maharashtra CM: 'মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে ফিরছেন দেবেন্দ্র ফড়নবীশ,' দাবি BJP নেতার: রিপোর্ট

Maharashtra CM: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসনে ফিরছেন দেবেন্দ্র ফড়নবীশ। রবিবার এমনই দাবি করেছেন এক বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি জানান, ২ বা ৩ ডিসেম্বর বিজেপির বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশের নাম চূড়ান্ত করা হবে।

Advertisement
'মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে ফিরছেন দেবেন্দ্র ফড়নবীশ,' দাবি BJP নেতার: রিপোর্ট
হাইলাইটস
  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসনে ফিরছেন দেবেন্দ্র ফড়নবীশ।
  • রবিবার এমনই দাবি করেছেন এক বর্ষীয়ান বিজেপি নেতা।
  • তিনি জানান, ২ বা ৩ ডিসেম্বর বিজেপির বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশের নাম চূড়ান্ত করা হবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসনে ফিরছেন দেবেন্দ্র ফড়নবীশ। রবিবার এমনই দাবি করেছেন এক বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি জানান, ২ বা ৩ ডিসেম্বর বিজেপির বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশের নাম চূড়ান্ত করা হবে।

‘দেবেন্দ্র ফড়নবীশের নাম মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে চূড়ান্ত হয়েছে। ২ বা ৩ ডিসেম্বর নতুন বিজেপি আইনসভার দলের নেতা নির্বাচন নিয়ে বৈঠক হবে,’ পিটিআইকে এক সিনিয়র বিজেপি নেতা একথা জানান।

অন্যদিকে, বর্তমানে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন, আমি সম্পূর্ণভাবে সেই সিদ্ধান্তকে সমর্থন করব।’

বিভিন্ন মহলে চর্চা চলছে যে, একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডেকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে। শিবসেনা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব চাইতে পারে। মহায়ুতি জোটের পার্টনাররা- বিজেপি, শিবসেনা (শিন্ডে), এবং এনসিপি (অজিত পাওয়ার) একমত হলে মন্ত্রিসভা ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার দুপুরে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ঘোষণা শীঘ্রই হবে বলে খবর আসে। তবে বিজেপি নেতা রাওসাহেব দানভে জানান, ‘মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হয়েছে, তবে শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষা রয়েছে।’ দেবেন্দ্র ফড়নবীশকে এই পদে এগিয়ে রাখা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

যদিও শিন্ডে শীর্ষপদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন, তবে শুক্রবার মহায়ুতি সঙ্গীদের বৈঠক স্থগিত হওয়ায় দ্বন্দ্বের ইঙ্গিতও মিলেছে। সোমবার ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

শিবসেনা এবং এনসিপি ইতিমধ্যে তাদের আইনসভা দলের নেতা হিসাবে যথাক্রমে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারকে নির্বাচন করেছে। তবে বৃহত্তম জোট সঙ্গী বিজেপি এখনও তাদের নেতা নির্বাচিত করেনি।

এনসিপি প্রধান অজিত পাওয়ার শনিবার বলেন, ‘মুখ্যমন্ত্রী বিজেপি থেকে হবেন, আর এনসিপি এবং শিবসেনা থেকে দু’জন উপমুখ্যমন্ত্রী থাকবেন।’ শিবসেনার নেতারা জানিয়েছেন, বিজেপি মুখ্যমন্ত্রীর প্রার্থী ঘোষণা করলে তারপরে তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও, মুখ্যমন্ত্রীর নাম নিয়ে অচলাবস্থা এখনও কাটেনি।

Advertisement

রবিবার শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে বলেন, ‘মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে না পারা এবং সরকার গঠনে বিলম্ব রাজ্যের প্রতি অপমান।’ তিনি আরও বলেন, ‘সরকার গঠনের দাবি জানানো ছাড়াই শপথগ্রহণের তারিখ ঘোষণা করা অরাজকতা।’

৫ ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে মহায়ুতি জোট ২৮৮ আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। বিজেপি ১৩২টি আসন নিয়ে বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে। একনাথ শিন্ডের শিবসেনা ৫৭টি এবং অজিত পাওয়ারের এনসিপি ৪১টি আসনে জয় লাভ করেছে।

POST A COMMENT
Advertisement