scorecardresearch
 

Devotional Songs In India: রামমন্দির ঘোষণার পর থেকেই Youtube-এ ট্রেন্ডিং রাম ভজন, তালিকায় কোন কোন গান?

২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Mandir)। আর এর মধ্যেই গোটা দেশের মানুষ শুনতে শুরু করে দিয়েছেন রাম ভজন। তবে শুধু রাম ভজন নয়, ইউটিউবে এখন  ট্রেন্ডিং নানা ধরণের ভক্তিমূলক গান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বয়ং এই গানগুলির প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement
অযোধ্যার রাম মন্দির অযোধ্যার রাম মন্দির

২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Mandir)। আর এর মধ্যেই গোটা দেশের মানুষ শুনতে শুরু করে দিয়েছেন রাম ভজন। তবে শুধু রাম ভজন নয়, ইউটিউবে এখন  ট্রেন্ডিং নানা ধরণের ভক্তিমূলক গান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বয়ং এই গানগুলির প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

কোন কোন গান ট্রেন্ডিং
স্বস্তি মেহুলের (Swasti Mehul) গাওয়া গান 'রাম আয়েঙ্গে', জুবিন নৌটিয়ালের গাওয়া 'মেরে ঘর রাম আয়ে হ্যায়', বিকাশের গাওয়া 'জেজে ভাইক নামে পরিচিত' এবং মহেশ কুক্রেজার ও প্লেব্যাক গায়ক হরিহরন-এ প্রায় ৬-৭টি ভক্তিমূলক গান পোস্ট করেছেন। যেগুলো শুধু ইউটিউব নয়, সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং। স্বাতি মিশ্রর গানটি পোস্ট করেছিলেন ২০২৩-এর ৫ অক্টোবর। বুধবার অবধি প্রায় ৫৩ মিলিয়ন ভিউ পেরিয়ে গিয়েছে এই গান। হরহরনের গানের প্রশংসা করে মোদী লিখেছেন, 'হরিহরন জির অপূর্ব সুরে এই রাম ভজন সবাইকে ভগবান শ্রী রামের ভক্তিতে নিমগ্ন করতে চলেছে। আপনিও এই সুন্দর ভজন উপভোগ করতে পারেন।'

FICCI-EY মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিপোর্ট অনুসারে ভারতীয় সঙ্গীত বিভাগ থেকে রাজস্ব আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ২,২০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল এই রাজস্ব। তবে এবার তার পরিমান বেড়ে গিয়েছে আরও ৩০০ কোটি। অর্থাৎ এখান থেকে রাজস্ব মোট ৮৭ শতাংশ বেড়ে গিয়েছে। 

আরও পড়ুন

সেজে উঠছে অযোধ্যা

অযোধ্যার রামমন্দির উদ্বোধনে ডাক পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রের একঝাঁক তারকা। সেই তালিকায় খেলোয়াড়, রাজনীতিবিদরা যেমন আছেন তেমনই আছেন চলচ্চিত্র জগতের তারকারাও। অযোধ্যাকে একেবারে নতুন করে সাজিয়ে ফেলার কাজ চলছে। একটি আন্তর্জাতিক বিমানবন্দর গড়া হচ্ছে, পাশাপাশি নতুন পার্ক, রাস্তা ও সেতুও তৈরি করা হচ্ছে। পাশাপাশি এই শহরে রিয়েল এস্টেট ব্যবসারও দারুণ উন্নতি হয়েছে। ২০২০ সালের ৫ আগস্ট এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।       

Advertisement

Advertisement