Divya Suresh: দক্ষিণি অভিনেত্রীর বেপরোয়া গাড়ির ধাক্কায় পা ভাঙল মহিলার, পালানোর দৃশ্য CCTV-তে

বেঙ্গালুরুর ব্যাতারায়ণপুরা এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা। অভিযোগ, অভিনেত্রী ও প্রাক্তন বিগ বস কন্নড় প্রতিযোগী দিব্যা সুরেশের গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অভিনেত্রী নাকি গাড়ি থামিয়ে সাহায্য না করে সেখান থেকে পালিয়ে যান, এমনটাই দাবি আহতের পরিবারের।

Advertisement
দক্ষিণি অভিনেত্রীর বেপরোয়া গাড়ির ধাক্কায় পা ভাঙল মহিলার, পালানোর দৃশ্য CCTV-তে
হাইলাইটস
  • বেঙ্গালুরুর ব্যাতারায়ণপুরা এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা।
  • অভিযোগ, অভিনেত্রী ও প্রাক্তন বিগ বস কন্নড় প্রতিযোগী দিব্যা সুরেশের গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

বেঙ্গালুরুর ব্যাতারায়ণপুরা এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা। অভিযোগ, অভিনেত্রী ও প্রাক্তন বিগ বস কন্নড় প্রতিযোগী দিব্যা সুরেশের গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অভিনেত্রী নাকি গাড়ি থামিয়ে সাহায্য না করে সেখান থেকে পালিয়ে যান, এমনটাই দাবি আহতের পরিবারের।

ঘটনাটি ঘটে ৪ অক্টোবর রাত প্রায় ১.৩০ নাগাদ। তিন মহিলা আনুশা, অনিতা ও কিরণ স্কুটিতে হাসপাতালে যাচ্ছিলেন। অভিযোগ, রাস্তায় এক কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করলে চালক বাইক ঘোরাতে যান, সেই সময়েই দিব্যা সুরেশের গাড়ি এসে ধাক্কা মারে।

সংঘর্ষের জেরে বাইকে থাকা অনিতা গুরুতর আহত হন, তাঁর হাঁটুর হাড় ভেঙে যায়। তাঁকে প্রথমে নিউ লাইফ হাসপাতাল ও পরে বিজিএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে অস্ত্রোপচার করতে হয়। চিকিৎসার খরচ প্রায় ২ লক্ষ টাকা বলে জানা গেছে। পরিবারের দাবি, দীর্ঘ সময় বিছানায় থাকতে হবে অনিতাকে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পর গাড়ির চালক (যিনি দিব্যা সুরেশ বলে পরে শনাক্ত হন) আহতদের সাহায্য করার জন্য থামেননি। কিরণ নামের এক ব্যক্তি ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, দুর্ঘটনার পর থেকে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও যোগাযোগ বা সহায়তা পাওয়া যায়নি।

ব্যাতারায়ণপুরা ট্রাফিক পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি দিব্যা সুরেশের বলে শনাক্ত করে এবং সেটি জব্দ করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে সঠিক কারণ এখনও তদন্তাধীন।

সাইবার ক্রাইম বিভাগের পুলিশ সুপার অনুপ শেঠি বলেন, 'উভয় পক্ষই অভিযোগ জানাতে দেরি করেছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়ির চালক ছিলেন দিব্যা সুরেশ। তদন্ত চলছে।'

পুলিশ বর্তমানে ঘটনার পুনর্গঠন, প্রমাণ সংগ্রহ এবং অতিরিক্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ চালাচ্ছে। ঘটনাটি এখনো তদন্তাধীন, তবে এই অভিযোগে দক্ষিণী চলচ্চিত্র জগতে নড়েচড়ে বসেছে অনেকে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement