COVID ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে হবে? ডাক্তাররা যা জানালেন...

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সেক্ষেত্রে কি করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের প্রয়োজন পড়বে? উত্তর দিলেন বিশিষ্ট চিকিৎসকরা।

Advertisement
COVID ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে হবে? ডাক্তাররা যা জানালেন...
হাইলাইটস
  • দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ
  • ফের একবার ভ্যাকসিনের বুস্টার ডোজ লাগবে?
  • জবাব দিলেন বিশিষ্ট চিকিৎসকরা

দেশজুড়ে নতুন করে মাথাচাড়া দিয়েছে কোভিড। মঙ্গলবার, ২৭ মে পর্যন্ত কোভিড-১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০১০। প্যানিক না করে সকলকে কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে অনেকেরই প্রশ্ন, নতুন করে করোনাভাইরাসের বাড়বাড়ন্তে ফের কি বুস্টার ভ্যাকসিন নিতে হবে? 

নতুন করে ছড়িয়ে পড়া করোনার সবচেয়ে বেশি অ্যাক্টিভ কেস রয়েছে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে। গত ওয়েভগুলির তুলনায় এবারে সংক্রমণের মাত্রা অনেক কম। গত এক সপ্তাহে কেরলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন। অ্যাক্টিভ কেস পৌঁছেছে ৪৩০-এ। যা দেশের মধ্যে সর্বোচ্চ। এরপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২১০। দিল্লিতে ১০৪। 

চিকিৎসকরা বলছেন, এবারে কোভিডের উপসর্গগুলি মৃদু। এদের কয়েক জনকেই মাত্র হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একাধিক উপসর্গ দেখা গেলে এবং কোমর্বিড রোগী হলে তবেই হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। 

দিল্লির সিকে বিড়লা হাসপাতালের পালমনোলজিস্ট ডা: বিকাশ মিত্তল বলেন, 'OPD তে কোভিড রোগীরা আসছেন। তবে কারও অবস্থাই গুরুতর নয়। সাধারণ ভাইরাল ফিভারের মতোই উপসর্গ রয়েছে তাঁদের। তবে সকলেরই উচিত সতর্ক থাকা। সাধারণ হাইজিন মেনে চলা। কাশি, গলা ব্যথা, জ্বরের মতো উপসর্গ থাকলে ঘরেই থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতো টেস্ট করান'।

সাধারণ কোভিড প্রোটোকল যেমন মাস্ক পরা, ভিড় এলাকা এড়িয়ে চলা, হাত ধোয়ার মতো স্বভাবগুলি পুনরায় শুরু করতে পরামর্শ দিচ্ছেন এই চিকিৎসক।

চিন, সিঙ্গাপুরের মতো ভারতেও ওমিক্রনের চারটি উপপ্রজাতি ছড়িয়ে পড়েছে। এগুলিকে মনিটর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এখনও পর্যন্ত এর কোনও ভ্যারিয়েন্টকেই গুরুতর কিংবা প্রাণঘাতী বলে উল্লেখ করছে না WHO। 

তবে কোমর্বিড রোগী, প্রবীণদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং প্রয়োজনে বুস্টার ভ্যাকসিন ডোজ নিতেও বলছেন বিশেষজ্ঞরা। শেষ ভ্যাকসিনের ডোজ ৬ মাসের মধ্যে নিয়ে থাকলে অবশ্য তার প্রয়োজন নেই। 

ফরিদাবাদের সর্বদয় হাসপাতালের চিকিৎসক ডা: মণীশা মেন্দিরত্ত বলেন, 'বুস্টার ডোজ শরীরে ইমিউনিটি বাড়ায়। বেশিরভাগ কোভিড আক্রান্তই বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন। তবে কোমর্বিড রোগীদের জন্য সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয়।'

Advertisement

সারদা কেয়ার হেলথসিটির ইন্টারনাল মেডিসিন বিভাগের চিকিৎসক ডা: চিরাগ টন্ডন সতর্ক করে বলেন, 'এই মুহূর্তের ভ্যারিয়েন্টটির দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রয়েছে। তবে এর উপসর্গ মৃদু। বুস্টার শট নিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কমায়।'

ডা: মিত্তল আরও বলেন, 'প্যানিক করবেন না। সাধারণ কোভিড প্রোটোকল মেনে চলুন। কোনও জায়গায় হাত দিলে সেই হাত নাকে,মুখে বা চোখে দেবেন না। বারবার স্যানিটাইজারের ব্যবহার করুন।'

 

POST A COMMENT
Advertisement