Robbery in Gurugram: বৃদ্ধ-বৃদ্ধাকে মাদক খাইয়ে বেহুঁশ, দেড় কোটির গয়না-গাড়ি নিয়ে পালাল পরিচারক দম্পতি

পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে ৩৫ লাখ টাকা, দেড় কোটি টাকার গয়না এবং একটি ইনোভা গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই দম্পতি। এই কাজে তাঁদের সহযোগিতা করে আরও দুইজন।

Advertisement
বৃদ্ধ-বৃদ্ধাকে মাদক খাইয়ে বেহুঁশ, দেড় কোটির গয়না-গাড়ি নিয়ে পালাল পরিচারক দম্পতিবৃদ্ধ-বৃদ্ধাকে মাদক খাইয়ে বেহুঁশ, দেড় কোটির গয়না-গাড়ি নিয়ে পালাল পরিচারক দম্পতি
হাইলাইটস
  • ৩৫ লাখ টাকা, দেড় কোটি টাকার গয়না এবং একটি ইনোভা গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই দম্পতি
  • অভিযুক্ত বীরেন্দ্র ও তাঁর স্ত্রী যশোদা নেপালের বাসিন্দা

বাড়ির মালিকের বৃদ্ধ বাবা ও মাকে মাদক খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে পালাল এক দম্পতি। এই দম্পতি ওই বাড়িতে কাজ করতেন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে ৩৫ লাখ টাকা, দেড় কোটি টাকার গয়না এবং একটি ইনোভা গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই দম্পতি। এই কাজে তাঁদের সহযোগিতা করে আরও দুইজন। মোট চারজন এই ডাকাতির পিছনে রয়েছে। এদিকে, বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বীরেন্দ্র ও তাঁর স্ত্রী যশোদা নেপালের বাসিন্দা। তাদের দুজনকেই কিছুদিন আগে বৃদ্ধ দম্পতি কাজে রেখেছিলেন। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ডাকাতির পুরো ঘটনাটি ধরা পড়ে। বৃদ্ধ দম্পতির ছেলে আচল গর্গ পুলিশকে জানিয়েছেন যে তিনি একজন ব্যবসায়ী এবং তাঁর পুরো ব্যবসা দিল্লিতে। বৃহস্পতিবার সকালে স্ত্রী ও সন্তানদের নিয়ে জয়পুর বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে বৃদ্ধ বাবা-মা একাই ছিলেন। সেদিনই তাঁর বোন নিকিতার ফোন আসে। তিনি জানান, বাবা-মা বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন এবং বাড়িতে ডাকাতিও হয়েছে। নিকিতা বাবা ও মাকে হাসপাতালে নিয়ে যায়।

আচল জানান তাঁদের বাড়ি থেকে ৩৫ লাখ টাকা নগদ ও দেড় কোটি টাকার গয়না গায়েব হয়েছে। এছাড়া তাঁর গাড়িও নিয়ে যাওয়া হয়েছে। নিকিতা জানিয়েছেন যে তাঁর বাবা ও মাকে খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল অভিযুক্ত দম্পতি। খাওয়ার পরেই মা এবং বাবার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তার মধ্যেই বিষয়টি নিকিতাকে জানানো হয়েছিল। তারপর আর তাঁদের কিছু মনে নেই।

আচলের জানিয়েছেন যে, এক সপ্তাহ আগে বীরেন্দ্র ও যশোদাকে কাজে রাখা হয়েছিল। পূর্ব গুরুগ্রামের ডিসিপি মায়াঙ্ক গুপ্তা জানিয়েছেন, মামলা নথিভুক্ত করার পর পলাতক অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। এছাড়া পুরো ঘটনাটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেটাও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement