মর্মান্তিক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৮ সদস্যউত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। বরেলি-নৈনিতাল হাইওয়েতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির ধাক্কা। গাড়িতে থাকা ৮ জন আটকে পড়েন। এদিকে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগতেই গাড়িতে আগুন ধরে যায়। মৃত্যু হয় ৮ জনেরই। তাঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য।
শনিবার রাতে উত্তরপ্রদেশের ভজিপুরের কাছে বরেলি-নৈনিতাল হাইওয়েতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাকে। গাড়ির দরজার লক খুলতে না পেরে ভিতরেই আটকে পড়ে পুরো পরিবার। ট্রাকটি কিছু দূর টেনে নিয়ে যায় গাড়িটিকে। তখনই আগুন ধরে যায়। কোনওভাবে লক খুলতে না পারাই আগুনে ঝলসে মৃত্যু হয় শিশুসহ পরিবারের ৮ সদস্যের। এদিকে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন। শুরু করেন উদ্ধারকার্য।
বরেলির এসএসপি ঘুলে সুশীল চন্দ্রভান সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, গাড়িটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে হাইওয়েতে বালি বোঝাই ডাম্পারে ধাক্কা মারে। তারপর হাইওয়ের বিপরীত দিকে উল্টে যায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল। সেই কারণে ভিতরেই আটকে পড়েছিলেন ওই ৮ জন। আবার গাড়ির চালকের গাফিলতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
জানা যায়, মৃতদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক ও ১ শিশু। সবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন দুর্ঘটনা, কীভাবে গাড়ির দরজার লক আটকে গেল, কেন গাড়িটি ধাক্কা মারল ডাম্পারে বা ডাম্পার চালকের কোনও গাফিলতি ছিল কি না সবদিক খতিয়ে দেখা হচ্ছে।