Earthquake: সাতসকালে তীব্র ভূমিকম্প, কাঁপল কলকাতা-দিল্লি-বিহার, উৎসস্থল নেপাল

সাতসকালে ভূমিকম্প। নেপালের উত্তর-পূর্বে লবুচে এলাকায় ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে তীব্রতা ৭.১। মঙ্গলবার সকালে নেপালে ভূমিকম্পের জেরে কাঁপল ভারতের বিভিন্ন এলাকা। দিল্লি-এনসিআর এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কলকাতা-সহ বাংলাতেও কম্পন অনুভূত হয়েছে। বিহারের বিভিন্ন জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। নেপালে সকাল ৬টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

Advertisement
সাতসকালে তীব্র ভূমিকম্প, কাঁপল কলকাতা-দিল্লি-বিহার, উৎসস্থল নেপালফাইল চিত্র।
হাইলাইটস
  • সাতসকালে ভূমিকম্প।
  • নেপালের উত্তর-পূর্বে লবুশে এলাকায় ভূমিকম্পের উৎসস্থল।
  • রিখটার স্কেলে তীব্রতা ৭.১।

সাতসকালে ভূমিকম্প। নেপালের উত্তর-পূর্বে লবুচে এলাকায় ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে তীব্রতা ৭.১। মঙ্গলবার সকালে নেপালে ভূমিকম্পের জেরে কাঁপল ভারতের বিভিন্ন এলাকা। দিল্লি-এনসিআর এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কলকাতা-সহ বাংলাতেও কম্পন অনুভূত হয়েছে। বিহারের বিভিন্ন জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। নেপালে সকাল ৬টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সকাল ৬টা ৩৫ মিনিটের পর ১ ঘণ্টায় ৬ বার ভূকম্প অনুভূত হয়েছে।

বাংলাতেও কম্পন অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও মৃদু ভূ-কম্প অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে সিকিমেও। নেপালে তীব্র ভূমিকম্পের জেরে কেঁপেছে চিনও। চিনে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৮।

নেপাল ভূমিকম্প প্রবণ এলাকা। অতীতে একাধিক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই দেশ। নেপালে অতীতের সেই সব ভয়ঙ্কর স্মৃতি ফিরল মঙ্গলবার সকালে। ভূমিকম্পের আতঙ্কে নেপালে ঘর ছেড়ে রাস্তায় বহু মানুষ। এখনও হতাহতের কোনও খবর নেই। 

চিন, নেপাল, ভারতের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও।

POST A COMMENT
Advertisement