শুক্রবার নেপালে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৫.০। নেপালের পাশাপাশি উত্তর ভারতেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NSC) অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ভূপৃষ্ট থেকে ২০ কিলোমিটার গভীরে।
উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ৭টা ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। পিথোরাগড়েও ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের তালেঙ্গাউয়ের কাছে। হতাহতের কোনও খবর নেই। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার মহারাষ্ট্রের সোলাপুর জেলায় রিখটার স্কেলে ২.৬ মাত্রার মৃদু ভূমিকম্প হয়।
EQ of M: 5.0, On: 04/04/2025 19:52:53 IST, Lat: 28.83 N, Long: 82.06 E, Depth: 20 Km, Location: Nepal.
— National Center for Seismology (@NCS_Earthquake) April 4, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/DxUFnxRvc7
মায়ানমারে ৩,০০০ এরও বেশি হত
দিন কয়েক আগে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতি হয় মায়ানমার এবং থাইল্যান্ডে। বৃহস্পতিবার মায়ানমারের সামরিক সরকার জানিয়েছে, জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ৩,০৮৫ জন মারা গিয়েছেন। ৪,৭১৫ জন আহত। ৩৪১ জন এখনও নিখোঁজ।