scorecardresearch
 

Earthquake at J&K: কাকভোরে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন মাত্রা ৫.৩

বৃহস্পতিবার কাকভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল তাজিকিস্তান। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বৃহস্পতিবার কাকভোরে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর
  • জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩
  • ভূমিকম্পের উৎপত্তিস্থল তাজিকিস্তান

বৃহস্পতিবার কাকভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল তাজিকিস্তান। 

ভোর ৫টা ৩৫ মিনিটে জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল তাজিকিস্তানের ১৭০ কিলোমিটার গভীরে।

এপ্রিল মাসেও হয়েছিল ভূমিকম্প

এর আগে ১৮ এপ্রিল জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার সকাল ১২:৯ নাগাদ জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কম্পন টের পেয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন।

ভূমিকম্প হলে এই বিষয়গুলি মাথায় রাখুন

ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। তাই সেসময় আতঙ্ক সৃষ্টি না করে এই কাজগুলি করুন।

- বাড়ি, অফিস বা কোন বিল্ডিংয়ে উপস্থিত থাকলে, তাহলে সেখান থেকে বেরিয়ে খোলা জায়গায় আসুন।
- খোলা মাঠে দাঁড়াবেন। ভূমিকম্পের সময় খোলা মাঠের চেয়ে নিরাপদ জায়গা আর নেই।
- কোনও বিল্ডিংয়ের কাছে দাঁড়াবেন না।
- আপনি যদি এমন কোনও বিল্ডিংয়ে থাকেন যেখানে লিফট আছে, তাহলে লিফট ব্যবহার করবেন না। সিঁড়ি ব্যবহার করাই উত্তম।
- ঘরের দরজা-জানালা খোলা রাখুন।
- বাড়ির সমস্ত পাওয়ার সুইচ বন্ধ করে দিন।

Advertisement