সকালে কম্পন অনুভূত হল উত্তর-পূর্ব ভারতে। ভূমিকম্পের ভরকেন্দ্র অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৭।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের ভরকেন্দ্র ছিল উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলা। সকাল ১০.৩১ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৭। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।
বলে রাখি, গত ৯ নভেম্বর রাতে দিল্লি-এনসিআর সহ গোটা উত্তর ভারতে অনুভূত হয়েছিল কম্পন। মঙ্গলবার রাত ১টা ৫৭ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩। কম্পন অনুভূত হয়েছে দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ এবং বিহারে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল ও মণিপুর। গভীরতা মাটির নীচে ১০ কিলোমিটার। দিল্লি, এনসিআর-সহ উত্তর ভারতে জোরালো কম্পন অনুভূত হয়েছে। গভীর রাতে আচমকা চারপাশ নড়তে দেখে ভয়ে বাইরে বেরিয়ে আসেন মানুষ।
এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর বুধবার সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৪.৩ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৫ কিলোমিটার গভীরে। দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতে যখন ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল, তখন নেপালেও এর প্রভাব দেখা গিয়েছিল৷ ডোটি জেলায় ভূমিকম্পের পর রাত আড়াইটে নাগাদ একটি বাড়ি ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। একাধিক এলাকায় একের পর এক তিনটি কম্পন অনুভূত হয়েছে। এরপর বিকেল সোয়া তিনটায় আবারও ৩.৬ মাত্রার কম্পন হয়।