Railway Medical Services: এই প্রথম বোলপুর-বর্ধমান সহ ২৮৮টি স্টেশনে ডাক্তারখানা খুলছে রেল, কী কী সুবিধা?

বৈপ্লবিক সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার থেকে ট্রেন ধরতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে বা সফর চলাকালীন কারও শরীর বিগড়ে গেলে আর সমস্যা নেই। স্টেশনেই মিলবে চিকিৎসার সুবিধা। থাকবেন চিকিৎসক। এমনকি থাকছে ডায়গনস্টিক সেন্টার, অ্যাম্বুলেন্স পরিষেবাও।

Advertisement
বোলপুর-বর্ধমান সহ ২৮৮টি স্টেশনে ডাক্তারখানা খুলছে রেল, কী কী সুবিধা?
হাইলাইটস
  • বৈপ্লবিক সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
  • এবার থেকে ট্রেন ধরতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে বা সফর চলাকালীন কারও শরীর বিগড়ে গেলে আর সমস্যা নেই।

বৈপ্লবিক সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার থেকে ট্রেন ধরতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে বা সফর চলাকালীন কারও শরীর বিগড়ে গেলে আর সমস্যা নেই। স্টেশনেই মিলবে চিকিৎসার সুবিধা। থাকবেন চিকিৎসক। এমনকি থাকছে ডায়গনস্টিক সেন্টার, অ্যাম্বুলেন্স পরিষেবাও।

ট্রেনে যাত্রার সময় যাত্রীর অসুস্থ হওয়া অস্বাভাবিক কিছু নয়। বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ যাত্রীদের কাছাকাছি হাসপাতালে পৌঁছতে সমস্যা হয়। ফলে সমস্যা বেড়ে যায়। যাত্রীদের সুবিধায় এবার স্টেশনেই মিলবে চিকিৎসা। দরকারে অ্যাম্বুলেন্সে পাঠানো হবে হাসপাতালে। 

পূর্ব রেলওয়ে এই বছরের শেষ নাগাদ একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে ২৮৮টি স্টেশনে চিকিৎসা সুবিধা তৈরি করবে। ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার জানিয়েছেন, একটি ফার্মেসি, একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি অ্যাম্বুলেন্স থাকবে৷ ট্রেনে যাত্রার সময় কেউ অসুস্থ হয়ে পড়লে রেলওয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে বাধ্য। 

বোলপুর, বর্ধমান এবং আসানসোলের মতো ১৬টি গুরুত্বপূর্ণ স্টেশনে ২৪ ঘন্টা চিকিৎসা পাওয়া যাবে। যাত্রীদের পাশাপাশি চিকিৎসার সুবিধা পাবেন স্টেশনের ব্যবসায়ী, হকার ও সংলগ্ন এলাকার লোকজনও।

যেহেতু পুরো প্রক্রিয়াটি একটি পিপিপি মডেলের মাধ্যমে পরিচালিত হবে তাই রেলের আশা বছরে প্রায় ৩ কোটি ২৫ লক্ষ আয় হবে। ইতিমধ্যেই রজনীশ ওয়েলনেস সেন্টারের সঙ্গে চুক্তি করেছে রেল। চলতি বছরের শেষ নাগাদ চালু হয়ে যাবে এই সুবিধা।

পথে বেরিয়ে অসুখ-বিসুখ হলে এতদিন ওষুধও মিলত না স্টেশনে। এবার সেই সমস্যাও মিটতে চলেছে। কারণ চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি খোলা হবে ফার্মাসিও। যেখানে মিলবে প্রয়োজনীয় সব ওষুধ। কেউ আচমকা অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি স্টেশনের চিকিৎসকরা দেখে ব্যবস্থাও নিতে পারবেন। স্টেশনেই করা যাবে প্রয়োজনীয় পরীক্ষা। হাসপাতালে পাঠানোর প্রযোজন হলেও সমস্যা নেই। স্টেশন চত্বরেই মোতায়েন থাকবে অ্যাম্বুলেন্স। 

আরও পড়ুন-ইন্দোরের মন্দিরে দুর্ঘটনার ২০ ঘণ্টা পার, কুয়োয় পড়ে মৃত বেড়ে ৩৫

Advertisement

 

POST A COMMENT
Advertisement