দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর অনুমতি পেল ইডি। এই অনুমোদন দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। ফলে আবগারি দুর্নীত মামলায় নতুন করে বিপাকে পড়লেন কেজরি। কয়েক দিন বাদেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে আবগারি মামলায় এহেন অগ্রগতি আলাদা তাৎপর্য পেয়েছে।
সুপ্রিম কোর্টে ৬ নভেম্বরের একটি রায়কে উল্লেখ করে আর্থিক তছরুপের মামলায় আইনি প্রক্রিয়া চালানোর অনুমতি পেতে গত ৫ ডিসেম্বর আবেদন করেছিল ইডি। সূত্রের খবর, সেই অনুমতি দিয়েছেন উপরাজ্যপাল।
গত ৬ নভেম্বর শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় আইনি প্রক্রিয়া চালানোর জন্য সরকারের অনুমতি লাগবে। অতীতে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য আইনি প্রক্রিয়ার অনুমতি লাগত না ইডির। সিবিআই ও রাজ্য পুলিশকে অনুমতি নিতে হত। পরে ইডির ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হয়।
ইডির সপ্তম চার্জশিটের বিরুদ্ধে নভেম্বরে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কেজরিওয়াল। ওই মামলায় কেজরি জানিয়েছিলেন যে, জনপ্রতিনিধির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় আইনি প্রক্রিয়া চালাতে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু ইডি তা নেয়নি। জবাব দিতে সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবগারি মামলায় গত জুলাই মাসে ২০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল ইডি। তাতে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছিল কেজরিওয়াল ও আম আদমি পার্টিকে।
প্রসঙ্গত, আবগারি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। তারপরে গত ২৬ জুন কেজরিকে গ্রেফতার করে সিবিআইও। পরে দুই মামলাতেই সুপ্রিম কোর্টে জামিনে মুক্ত হন কেজরি।