ঋণ জালিয়াতির মামলায় এবার অনিল আম্বানিকে তলব করল ইডি। আগামী ৫ অগাস্ট অনিলকে নয়াদিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ হাজার কোটির ঋণ জালিয়াতির মামলায় তলব বলে জানা গিয়েছে।
সম্প্রতি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অনিলের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কোম্পানির দফতরে অভিযান চালায় ইডি। ঋণ জালিয়াতির অভিযোগেই এই তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছিল। মুম্বইয়ের একাধিক অফিস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতেও অভিযান চলে।
তদন্তকারীরা অভিযোগ করেছেন যে, বড় অঙ্কের ঋণ নেওয়া হলেও, সেটি ব্যবসায়িক খাতে ব্যয় না করে অন্য খাতে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে সঠিক হিসেব না থাকার কারণে আর্থিক গরমিল ধরা পড়েছে।
উল্লেখ্য, গত মাসের শুরুতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অনিল আম্বানিকে ‘উইলফুল ডিফল্টার’ বা জালিয়াত ঘোষণা করেছে। ডিসেম্বর ২০২৩, মার্চ ২০২৪ এবং সেপ্টেম্বর ২০২৪— এই তিনটি সময়ে SBI রিলায়েন্স কমিউনিকেশন্সের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে প্রাপ্ত জবাব পরীক্ষা করে ব্যাঙ্ক জানায় যে, ঋণের শর্তাবলী যথাযথভাবে মানা হয়নি। সেই সঙ্গে ঋণ-অ্যাকাউন্টের লেনদেনে বহু অসঙ্গতি ধরা পড়েছে।
ইডির দফতর একাধিক নথি ও অ্যাকাউন্ট খতিয়ে দেখেছে। তল্লাশি অভিযানে বহু কম্পিউটার হার্ডড্রাইভ, ফাইল ও ইমেল তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযানের সময় কিছু আর্থিক পরামর্শদাতাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে যে সব নথি উদ্ধার হয়েছে, সেগুলি খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। তদন্তে আরও কয়েকটি কোম্পানি বা ব্যক্তির নাম উঠে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।