রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনাঅসমের হোজাই জেলায় ভয়াবহ রেল দুর্ঘটনা। শনিবার ভোরে সাইরাং-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস একটা বড় হাতির দলকে আঘাত করে। যার ফলে মৃত্যু হয় ৮ হাতির। ১টি হাতি গুরুতরভাবে ভাবে আহত। এই দুর্ঘটনার ফলে ট্রেনের ৫টি কামরাও লাইনচ্যুত হয়ে যায়। তবে এখনও কোনও মানুষের মৃত্যুর খবর নেই। এই দুর্ঘটনাটি নর্থ ইস্ট ফন্টায়ার রেলের লামডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশনে ঘটেছে।
এই দুর্ঘটনা নিয়ে একটা বিবৃতি দিয়েছে নর্থইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে। তারা জানিয়েছে, শনিবার রাত ২টো ১৫ মিনিটে হাতির একটি দল রাজধানী এক্সপ্রেসের সামনে চলে আসে। ট্রেনের চালক বিষয়টি দেখে দ্রুত এমার্জেন্সি ব্রেক চাপেন। তবে শেষ রক্ষা হয়নি। হাতিগুলিকে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। আর সেই ধাক্কার অভিঘাতে প্রাণ হারায় কয়েকটি হাতি।
এই দুর্ঘটনার পরই সেখানে পৌঁছে যান নর্থ ফ্রান্টায়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার। পাশাপাশি লামডিংয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারও পৌঁছে যায় সেখানে। তাদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের অন্য কামরায় তোলা হয়। তারপর সকাল ৬টা ১৫ মিনিটে আবার যাত্রা শুরু করে গুয়াহাটির দিকে।
রেলের তরফে জানান হয়েছে, গুয়াহাটিতে পৌঁছনোর পরই ট্রেনটিতে আরও কামরা যোগ করা হবে। তার মাধ্যমেই ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট গন্তব্যে।
এই দুর্ঘটনার ফলে যমুনামুখ-কামপুর ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে বলে জানা গিয়েছে।
এমন পরিস্থিতিতে দুর্ঘটনার পরই সেখানে পৌঁছে যান নাগোও ডিভিশনের বন আধিকারিক শুভাস কদম। তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, অনেক ট্রেন যেগুলি এখান থেকে যাওয়ার কথা ছিল, সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে UP লাইন দিয়ে। পাশাপাশি বনো আধিকারিকদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে।