Election Commission: পোস্টাল ব্যালট ও EVM গণনার নিয়মে বড় বদল, বিধানসভা ভোটের আগে ঘোষণা

এবার থেকে পোস্টাল ব্যালট এবং EVM গণনার ক্ষেত্রে নিয়ম বদল করল নির্বাচন কমিশন। রাহুল গান্ধীর 'ভোট চুরি' অভিযোগের আবহেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণনা নিয়ে। রইল বিস্তারিত...

Advertisement
পোস্টাল ব্যালট ও EVM গণনার নিয়মে বড় বদল, বিধানসভা ভোটের আগে ঘোষণা
হাইলাইটস
  • পোস্টাল ব্যালট এবং EVM গণনার ক্ষেত্রে নিয়ম বদল
  • 'ভোট চুরি' অভিযোগের আবহেই বড় সিদ্ধান্ত
  • বিধানসভা ভোটের আগে গণনা নিয়ে কী ঘোষণা?

উৎসব মিটতেই বিহার বিধানসভা নির্বাচন। আর বছর পার করলেই বাংলার পালা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ভোট চুরি'-তে BJP-কে মদত দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে INDIA ব্লক। এই আবহে এবার ভোটগণনা নিয়ে বড় ঘোষণা করল কমিশন। 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেকেন্ড লাস্ট EVM-এ হাত দেওয়া হবে না। গণনা প্রক্রিয়ায় অভিন্নতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই গণনা কেন্দ্রে পোস্টাল ব্যালট পেপার গণনা সম্পন্ন হওয়ার পরে EVM/VVPAT গণনা দ্বিতীয় শেষ রাউন্ডের গণনা শুরু হবে। 

সাধারণত গণনার দিন সকাল ৮টায় শুরু হয় পোস্টাল ব্যালট গোণার কাজ। সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয় EVM কাউন্টিং। এতদিন পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা কোন পর্যায়ে রয়েছে সেটা না দেখেই চলত EVM গণনা। কিন্তু গত কয়েক বছরে পোস্টাল ব্যালটের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ফলে পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার আগে EVM গণনার কাজ শুরু হলে অনেকক্ষেত্রেই জটিলতার সৃষ্টি হতে পারে। সেই জটিলতা এড়াতেই এবার বড় সিদ্ধান্ত নিল কমিশন। 

বৃহস্পতিবার এই মর্মে কমিশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। যেখানে উল্লেখ করা হয়, 'যদিও সাধারণত EVM গণনার আগেই পোস্টাল ব্যালট গণনা সম্পন্ন হয়ে যায়। তবুও প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং অভিন্নতা বজায় রাখতে কমিশন এই নয়া সিদ্ধান্ত নিয়েছে।' বিবৃতিতে বলা হয়েছে, যেখানে বেশি সংখ্যক পোস্টাল ব্যালট রয়েছে, সেখানে রিটার্নিং অফিসারদের নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত সংখ্যক টেবিল এবং গণনাকর্মী রয়েছে। যাতে কোনও বিলম্ব না হয় এবং গণনা প্রক্রিয়া আরও সুষ্ঠু করা যায়। 

 

POST A COMMENT
Advertisement